Latest News

রথযাত্রার সম্ভারে লোভনীয় অফার শ্যামসুন্দরে, উদ্বোধনে পুরীর মুখ্য সেবায়েত

দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রা উপলক্ষে দারুণ অফারের ডালি সাজিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sunder co Jewelers)। তাদের ‘বিশেষ রথযাত্রা উৎসব অফার’ (Rathayatra Offer) চলবে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। সোনার গয়নার চোখ ধাঁধানো সম্ভার ছাড়াও থাকছে হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন৷ সব গয়নার কালেকশনের ওপর থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে প্রচুর অফার, লাকি ড্র ও নানা আকর্ষণ।

এই অফারে প্রতি গ্রাম সোনা আর হিরের গয়নার কেনাকাটায় থাকছে ২২৫ টাকার বিশেষ ছাড়। প্রতিদিন লাকি ড্রয়ে থাকছে গৃহস্থালী সামগ্রী। মেগা ড্র হিসেবে থাকছে তিনটি পরিবারের দু’জনের জন্য তিন রাতের পুরী প্যাকেজ ট্যুর। এছাড়া রথযাত্রা উপলক্ষ্যে যাঁরা কেনাকাটা করবেন, তাঁদের প্রত্যেকের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদের ব্যবস্থা থাকছে।

Image - রথযাত্রার সম্ভারে লোভনীয় অফার শ্যামসুন্দরে, উদ্বোধনে পুরীর মুখ্য সেবায়েত

সবসময়ের জন্য থাকা সুবিধা ও পরিষেবা, যেমন– সোনায় সোহাগা, (সোনা ও হিরের গয়নার কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার বদলে নতুন সোনার গয়না, আইজিআই ও জিএসআই পরীক্ষিত গ্রহরত্নও থাকছে। সব মিলিয়ে রথযাত্রা উৎসবে ক্রেতাদের আনন্দের শেষ নেই।

এদিন প্রভু জগন্নাথদেবের আভায় উজ্জ্বল এক সোনার গয়নার বিশেষ কালেকশনের উদ্বোধন করেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য সেবায়েত পরম পূজনীয় শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি। তিনি জানান, ‘এখানে এসে এত সুন্দর গয়নার কালেকশন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই অসাধারণ উদ্যোগের জন্য তাদের অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তারা আরও এগিয়ে চলুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘আমাদের সংস্থার কাছে এই রথযাত্রা খুবই বিশেষ একটা উৎসব। কারণ আজ থেকে ৬২ বছর আগে এই শুভ দিনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথ চলা শুরু হয়েছিল। সেজন্য প্রত্যেক বছর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই শুভ অনুষ্ঠানটা আমরা বিশেষভাবে পালন করি।’

দেখুন ভিডিও (Shyam Sunder co Jewelers)।

সংস্থার অপর ডিরেক্টর রূপক সাহা জানান, ‘এত বছর ধরে গ্রাহকরা আমাদের ওপর যেভাবে বিশ্বাস আর ভরসা রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আর এটাই আমাদের আরও এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। এই রথযাত্রা অফার আসলে আমাদের ক্রেতাবন্ধুদের সঙ্গে এই উৎসব উদযাপনের একটা পথ।’ 

Image - রথযাত্রার সম্ভারে লোভনীয় অফার শ্যামসুন্দরে, উদ্বোধনে পুরীর মুখ্য সেবায়েত

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই বিশেষ রথযাত্রা অফার কলকাতার সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে। ত্রিপুরার সব শোরুমে (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চলবে।

দেখুন কালেকশনের ছবি (Shyam Sunder co Jewelers)।

You might also like