শেষ আপডেট: 25th October 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: হাতে গোনা আর কয়েকটা দিন পরই বিয়ে বাড়ির মরশুম শুরু। চলবে সেই মার্চ মাস পর্যন্ত। বন্ধু হোক বা সহকর্মী, পরিচিত হোক বা পাড়ার দাদা, গিফট দেওয়া একটা বড় বিষয়। কার কী পছন্দ হবে, কাকে কী দেওয়া উচিত, সঙ্গে বাজেট। নিমন্ত্রণ পড়লে গিফট দেওয়া নিয়ে তাই ঘেঁটে ঘ হয় অনেকেই। গিফট নিয়েই টিপস রইল আজ। সামনে নিমন্ত্রণ থাকলে মুশকিল আসান হতে পারে আপনারও।
গিফট ভাউচার
বর্তমানে প্রায় সব সংস্থাই গয়না, জামা-কাপড় বা অন্যান্য জিনিসের গিফট ভাউচার চালু করেছে। যা গিফট হিসেবে দেওয়া যেতে পারে। বেশ কিছু বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মও সাবস্ক্রিপশনকে গিফট হিসেবে মার্কেটিং করেছে। সিনেমাপ্রেমী বন্ধু বা আত্মীয়কে গিফট দিতে গেলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের গিফট ভাউচার হতে পারে বেস্ট অপশন। অন্যান্য ওটিটিরও ভাউচার পাওয়া যায়।
বই
বই যেকোনও বয়সে, যে কাউকে দেওয়া যায়। তাই বই গিফট দেওয়া অন্যতম ভাল অপশন।