শেষ আপডেট: 3rd January 2025 20:09
সোয়েটার বা জ্যাকেট যতই ফ্যাশনেবল হোক না কেন, উত্তুরে হাওয়ায় একটি কাশ্মীরি শাল জড়িয়ে যে আরাম পাওয়া যায়, তা অন্য কোনও শাল দিয়ে পাওয়া সম্ভব নয়। আর যদি সেই শাল হয় পিওর কাশ্মীরি, তাহলে তো কথাই নেই—এমন আরাম, উষ্ণতা আর স্টাইল একসঙ্গে।
কিন্তু পিওর কাশ্মীরি শাল কোথায় পাওয়া যাবে?
সাধারণ দোকানগুলোতে কাশ্মীরি শাল বলে যেসব শাল বিক্রি হয় তার বেশির ভাগই লুধিয়ানায় তৈরি। পিওর উলেন নয়,মিক্সড মেটিরিয়াল এবং মেশিল মেড। কাশ্মীরে তৈরি দামি শাল সবই হ্যান্ডমেড। কম রেঞ্জের কিছু শালে মেশিন এমব্রয়ডারি করা হয় বলে জানা গেল।
উত্তরাপণে জম্মু কাশ্মীর সরকার অনুমোদিত শোরুম 'পোশিস' পিওর কাশ্মীরি শাল ও স্টোলের আড়ত বলা যায়। পিওর উলেন একটু রাফ কোয়ালিটির শাল রাফায়েল। একটু মোটা মেটিরিয়াল হলেও শীত কিন্তু নিমেষে বাগ মানবে প্রত্যেকটাই কাশ্মীরি হ্যান্ড ওয়ার্ক করা। দাম দু'হাজার থেকে তিন হাজারের মধ্যে।
নরম তুলতুলে পিওর পশমিনা শাল কাশ্মীরের ঐতিহ্য। সারা পৃথিবী এই পশমিনা শালের জন্য পাগল। এক রঙের পশমিনা শাল ও স্টোলের কালার শেড অফুরন্ত। লাল নীল সবুজ হলুদ ছাড়াও আছে নানা রকম প্যাস্টেল শেড। খুব সূক্ষম হ্যান্ড এমব্রয়ডারি করা পিওর পশমিনার দাম পনেরো হাজার থেকে এক লক্ষ পর্যন্ত। জানা গেল জম্মু কাশ্মীর সরকার এই পিওর পশমিনা শালে অনেকটা ছাড় দিচ্ছে, যাতে সাধারণ মানুষ কিনতে পারেন। এছাড়াও সেমি পশমিনা , পিওর কানি শাল , অলওভার কাজ করা পিওর উলেন শাল ও স্টোলের ওপর এখন কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে।
শুধু উত্তর ভারতের নয়, দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলেও এখন জম্মু কাশ্মীর এম্পোরিয়ামে পাওয়া যাচ্ছে পিওর উলেন, হ্যান্ড উইভড এবং হ্যান্ড এমব্রয়ডারি করা কাশ্মীরি শাল ও স্টোল। যদি দামি পশমিনা বা পিওর উলেন কাশ্মীরি শাল কেনার পরিকল্পনা থাকে, তবে সরকারি শোরুম থেকে কেনাই সবচেয়ে নিরাপদ বিকল্প। এতে আপনি নিশ্চিন্ত থাকবেন, ঠকে যাওয়ার সম্ভাবনা একদম নেই।