শেষ আপডেট: 8th January 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: জানেন তো ঝকঝকে ছোট্ট একটা পাথর বদলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব। বেশি কিছু না,শুধু মধ্যমাতে একটা আংটির পাথর ঝিকমিকিয়ে উঠলেই সবাই সমীহর চোখে দেখবে আপনাকে।আরে হ্যাঁ , যা মনে হচ্ছে তাই, পাথরটার নাম হিরে। ভাবছেন নিশ্চয়ই কেন হঠাৎ হিরের গয়নার প্রসঙ্গ এলো।
সামনে বিয়ের সিজন তো আসছেই,তাছাড়াও একটা গুড নিউজ আছে। গেস করুন গুড নিউজটা কী? আন্তর্জাতিক বাজারে হিরের দাম বেশ কিছুটা কমেছে। সব জুয়েলার ক্রেতাদের এই সুযোগ না দিলেও পি সি চন্দ্র জুয়েলার্স তাদের ক্রেতাদের দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট অফার।
কথা হচ্ছিল পি সি চন্দ্র জুয়েলার্সের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্রর সঙ্গে। শুভ্র জানালেন,'ডায়মন্ডের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে কমেছে একথা সত্যি। তাই আমাদের ডায়মন্ড কালেকশনের দামও কারেকশন করা হয়েছে। শুধু তাইই নয়,এখন পি সি চন্দ্র জুয়েলার্সের শোরুমগুলোতে এবং অন লাইনে চলছে ডায়মন্ড উৎসব। ক্রেতারা সবসময় আমাদের কাছে খুব স্পেশাল। আমরা চাই আমাদের ক্রেতাদের জন্য স্পেশাল অফার দিতে।'
পি সি চন্দ্র জুয়েলার্সের ডায়মন্ড উৎসবে কী কী অফার রয়েছে জানানো যাক।