শেষ আপডেট: 1st August 2024 11:37
দাদাভাই শোন এবার রাখিটা কিন্তু তোকে ভার্চুয়ালি পরতে হবে।
মিতুলের ভিডিও কলটা ধরেছিল শ্রেয়া। হাসতে হাসতে বলল, 'ওয়েট মিতুল ওয়েট। তোর দাদাভাই এখনও বিছানায় গড়াগড়ি দিচ্ছে। চার্জে ছিল ফোনটা। তোর কল দেখে ধরলাম।'
-বেশ করেছ বৌদি। শোনো তোমার সঙ্গেও আমার অনেক দরকারি কথা আছে। সকালে তোমার অফিসের তাড়া থাকে বলে করিনি।
এসি চালিয়ে ব্ল্যাংকেট মুড়ি দিয়ে আয়েস করছিল সৌভিক। শ্রেয়া ঠ্যালা দিয়ে দিয়ে বলল, 'ওঠো ওঠো,মিতুল রয়েছে ভিডিও কলে।'
- সেকী এতো ভোরে তুই! শরীর ঠিক আছে তো?
-বুড়োমি করিস না দাদাভাই। এখন ভোর নয়, বেলা ন'টা। হাফ এন আওয়ারে অফিস বেরব। যেটা বলতে কল করেছি সেটা এবার শোন প্লিজ।'
-(হাসতে হাসতে) বল বল কী চাই রাখিতে?
-দাদাভাই এবার ভার্চুয়ালি রাখি পরাতে হবে রে। নতুন জব ,নো ছুটি। মনটা খুব খারাপ লাগছে। কিন্তু কী করি বল...
- তুই ব্যাঙ্গালোরে আমি কলকাতায়...ল্যাপটপে রাখিটা আমার হাতে ছুঁইয়ে দিবি? কেমন হবে ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে নারে। আমি যে ছুটি নিয়ে তোর কাছে যাব সেটাও তো এখন সম্ভব নয়।
সবসময় ভাই-বোনের মন খারাপ সামাল দিতে হয় শ্রেয়াকেই।
শ্রেয়া বলল, 'টেনশন কর না সৌভিক। মিতুলকে প্ল্যানটা করতে দাও। দেখবে তোমাদের রাখি বন্ধন দারুণ মজাদার হবে। এখন মিতুলের অফিসের তাড়া আছে। বরং রাতে কথা হবে জমিয়ে।'
-বাই দাদাভাই। বৌদি তোমাকে হোয়াটস আপ করছি। ফ্রি হলে কল কর।
লাঞ্চ আওয়ারে মিতুলকে কল করল শ্রেয়া। রীতিমতো উত্তেজিত মিতুল।
-বৌদি যা একটা সন্ধান পেয়েছি না,এক্কেবারে রুপোর খনি।
-রুপোর খনি? মানে সিলভার জুয়েলারি? নিশ্চয়ই অন লাইনে?
-হ্যাঁ হ্যাঁ অন লাইনে। তবে যে সে ব্র্যান্ড নয়।খোদ পি সি চন্দ্র জুয়েলার্স লঞ্চ করেছে সিলভার জুয়েলারির নতুন ব্র্যান্ড 'রিহি', এক্কেবারে রুপোর খনি। খুব স্টাইলিশ ডিজাইনগুলো।
-কী বলছিস রে, পি সি চন্দ্র জুয়েলার্স সিলভার জুয়েলারির নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে?নামটাও ভারী মিষ্টি-'রিহি'। ( হাসতে হাসতে) আর আমাদের দু'জনেরই তো রুপো প্রেম প্রবল।
-'রিহি'র রাখির কালেকশনও রয়েছে। হালকা রঙের রেশমের ফুল,তার ওপর রুপোয় লেখা 'ভাই'। জাস্ট অসাধারণ। দাদাভাই চমকে যাবে।