শেষ আপডেট: 16th January 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: এখন কাছের মানুষের বিয়ের নেমন্তন্ন মানেই তিন চারদিনের ইভেন্টফুল প্যাকেজ। আইবুড়ো ভাত দিয়ে শুরু, তারপর একে একে আসতে থাকে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন। এত্তগুলো অকেশনের সাজ নিয়ে পাজলড হয়ে যান অনেকেই। বিশেষ করে যাঁরা বিয়ের প্রতিটা অনুষ্ঠানে শাড়িই পরতে চান তাঁদের শাড়ি সিলেক্ট করতে গিয়ে হিমশিম অবস্থা হযে যায়। মুশকিল আসান করতে দ্য ওয়াল হাজির শ্যামবাজারের বেনারসি টেক্সটোরিয়ামে। বিয়ের প্রতিটা ইভেন্টে পরে যাওয়ার জন্য শাড়ির খোঁজ মিলল এখানে।
আইবুড়ো ভাত তো দিনের বেলার অনুষ্ঠান ,তাই খুব ঝলমলে জরির কাজ করা সিল্ক শাড়ি না পরে ব্রাইট রঙের কটন বা সিল্ক-কটন শাড়ি পরলে ভাল লাগবে। এক্ষেত্রে বেনারসের চান্দেরি ,মধ্যপ্রদেশের মাহেশ্বরী বা বাংলার হ্যান্ডলুমে হাত বাড়াতে পারেন। এই ধরনের শাড়ির দাম দেড় হাজার থেকে দু'হাজার টাকার মধ্যে।
মেহেন্দি-সঙ্গীত অনুষ্ঠানটায় অবাঙালি কালচারের ছাপ আছে। তাই এই অনুষ্ঠানে যাওয়ার সময় টিস্যু শিফন, অর্গেঞ্জা ধরনের শাড়ি পরা যেতে পারে। জরির কাজ করা সেমি সিল্ক পরা যেতে পারে। মেহেন্দির জন্য সবুজের যে কোনও শেডের শাড়ি পরলে ভাল দেখাবে ।
এখন তো গায়ে হলুদের ড্রেস কোড হয়ে গেছে হলুদ। এটাও দিনের অনুষ্ঠান তাই সিল্ক তসর না পরে কটন শাড়ি পরলে ভাল হয়। জড়ি বর্ডার হ্যান্ডলুম খুব কম রেঞ্জে পাবেন। নানা ধরনের ঢাকাইও পাবেন সাত আট'শো থেকে হাজার টাকার মধ্যে।
বিয়ের দিন বা রিসেপশনের অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য সকলেই একটু দামি শাড়ি কেনেন।একেবারে লাল নীল সবুজ হলুদ না কিনে একটু অফ বিট কালার শেড বাছুন। পিচ-পিঙ্ক,স্টিল গ্রে,অলিভ গ্রিন, মভ,ওয়াইন শেড এখন ডিমান্ডে। ব্রোকেড সাউথ সিল্ক, রেশম টিস্যু ,সফর কাতানে জরির কাজ করা শাড়িতে নতুন স্টক এসেছে শ্যমবাজারের বেনারসি টেক্সটোরিয়ামে। বিয়ের কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড় ।