শেষ আপডেট: 14th November 2024 00:07
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই চিলড্রেন্স ডে। প্রত্যেক শিশু যে বিশেষ, তা বোঝানোর দিন ১৪ নভেম্বর। দেশজুড়ে এই দিন বিশেষভাবে পালিত হয় প্রতিবছর। স্কুল-কলেজে, বিভিন্ন সংস্থায় শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান হয়ে থাকে। এদিন শিক্ষক-শিক্ষিকারা বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করেন। সঙ্গে দেন উপহারও। এই উপহার নিয়েই যদি গোলমাল হয়। কী দেবেন বুঝতে না পারেন। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
আজকাল বাচ্চারা সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকে। তারা মোবাইলের খুঁটিনাটি জানে। সেখানে খেলতে জানে। আরও কত কী। এই জেনারেশনের বাচ্চাদের উপহার দেওয়া নিয়ে কার্যত মাথায় হাত পড়ে। সেই সমস্যার সমাধানেই রইল উপহারের ঝুলি।
স্পোর্টস গিয়ার
বাচ্চারা প্রায় সকলেই সাইকেল চালানো, বাইক চালানো, ফুটবল খেলা পছন্দ করে। এসব স্বাস্থ্যের পক্ষেও ভাল। বাজেট অনুযায়ী এই সব উপহার হিসেবে দেওয়া যেতেই পারে।
ছবি আঁকার সরঞ্জাম
যা মনে আসে তাই খাতার পাতায় বা দেওয়ালে বা মেঝেতে অজান্তেই প্রকাশ করে শিশুরা। এই সময় ছবি আঁকার বিভিন্ন সরঞ্জাম এই কাজে তাদের সাহায্য করতে পারে। পাশাপাশি রং চেনা, বিভিন্ন আকার চেনা এবং আঁকার সঙ্গেই লেখা শেখাও খানিকটা হয়ে যায়। বড়দেরও ছবি আঁকার সরঞ্জাম দেওয়া যেতে পারে।
বোর্ড গেমস
যেকোনও বোর্ড গেমই বাচ্চাদের বুদ্ধির বিকাশে সাহায্য করে। সেকথা মাথায় রেখে বোর্ড গেম উপহার হিসেবে দেওয়া যেতে পারে।