শেষ আপডেট: 7th November 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: পুজো চলে গিয়েছে। কিন্তু উৎসবের মরশুমেই রয়েছি আমরা। ঘর সাজানোর জন্য আলাদা করে কোনও সময়ের প্রয়োজন হয় না। যারা ঘর সাজাতে ভালবাসেন, তারা গোটা বছরই ঘর সাজান। শহরবাসীকে ঘর সাজানোয় সাহায্য করতে গড়িয়াহাটে এবার খুলে গেল 'বোরিয়া বিস্তার।'
নামই বোরিয়া বিস্তার। ঘর সাজানো এর সঙ্গে জুড়ে রয়েছে। শহরের এদিক ওদিক ঘুরে বিভিন্ন সামগ্রী কিনে ঘর সাজানো সমস্যা অনেকের কাছেই। একই ছাদের তলায় সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে।
বালিশ থেকে বসার জায়গা, ল্যাম্প শেড থেকে কার্পেট সবই মিলবে এখানে।
পাওয়া যাবে বিছানার চাদর, পর্দা, পফ, স্টোরেজ বক্স আরও অনেককিছু।
এর জন্য পৌঁছে যেতে হবে রাসবিহারী অ্যাভেনিউতে। বিখ্যাত দুর্গাপুজো একডালিয়া এভারগ্রিনের কাছেই রয়েছে এই দোকান।