শেষ আপডেট: 26th October 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ ঘুরলেই ভাইফোঁটা। মজা করে বললে গিফট পাওয়ার দিন। ভাই-বোন বা দাদা-দিদি, এই দিন উদযাপনের সঙ্গেই আনন্দ থাকে গিফট পাওয়ার। কিন্তু গিফট নিয়েই হয় সমস্যা। কী পছন্দ হবে, কোনটা ভাল হবে সঙ্গে বাজেট। একটা বড় বিষয়। ভাইফোঁটার গিফট নিয়েই টিপস রইল আজ।
ইন্ডোর প্ল্যান্ট
ভাই-বোন যদি ঘর সাজাতে পছন্দ করে তাহলে তাকে দেওয়া যেতে পারে ইন্ডোর প্ল্যান্ট। বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট বাজারে পাওয়া যায়। একটা সেট করেও দেওয়া যেতে পারে।
রান্নাঘরের জিনিসপত্র
ভাই-বোন রান্না করতে পছন্দ করলে তাকে রান্নার বিভিন্ন সরঞ্জাম গিফট হিসেবে দেওয়া যেতে পারে। ক্রকারি সেটের ভাল অপশন পাওয়া যায় আজকাল।
ইলেক্ট্রনিক্স জিনিস
গিফট হিসেবে প্রয়োজনীয় জিনিস দিলে তো ভালই। ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ দেওয়া যেতে পারে।
হাতে বানানো চকোলেট
আজকাল বাড়িতে অনেকেই চকোলেট বানায়। কাস্টমাইজ ডিসাইন করে চকোলেট গিফট হিসেবে দেওয়া যেতে পারে।
স্টেকেশনের সন্ধান
ভাই-বোন কাজ করতে করতে বিরক্ত! তাকে কাজের মাঝেই ভাল রাখতে স্টেকেশনের সন্ধান দেওয়া যেতে পারে। সেই স্টেকেশনের বুকিং ইত্যাদি গিফট হিসেবে দেওয়া যেতে পারে।
তাহলে আর দেরি না করে বেছে নিন ভাইফোঁটায় কোন উপহারে খুশি করবেন ভাই-বোনকে।