শেষ আপডেট: 6th January 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার শীতে জবরজঙ উলেন পোশাকের দরকার আছে কী? বরং স্টাইলিশ কটন মেটিরিয়ালের উইন্টার ড্রেস এখন ট্রেন্ডে।আজরখ, কলমকারি, বাগরু, ব্লক প্রিন্ট, গামছা, খাদি কটন-এই ধরনের মেটিরিয়ালে তৈরি হচ্ছে নানান শেপের নানান কাটের স্লিভলেস ও ফুলস্লিভ জ্যাকেটস। তাই ডিজাইনাররাও অনেকরকম পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন এই জ্যাকেট নিয়ে।
ডিজাইনার সোমা ভট্টাচার্য কালিকাপুর মোড়ে অভিসার শপিং কমপ্লেক্সে তাঁর 'পোশাকী লাইফস্টাইল স্টোর'কে সাজিয়েছেন কটনের এক্সক্লুসিভ উইন্টার কালেকশনে। তাঁর তৈরি জ্যাকেটে মেটিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে আজরখ,ব্লকপ্রিন্ট,ইক্কত, কলমকারি ও গামছা মেটিরিয়াল। ডিজাইন বেশ অভিনব। কোনওটা ব্লেজার স্টাইল, কোনওটা রাউন্ড নেক কন্ট্রাস্ট বাটন, কোনওটা শ্রাগ, কোনওটা ওভারল্যাপ ডিজাইনে তৈরি। স্মার্ট কাটের শর্ট জ্যাকেটও আছে ফুলস্লিভে। অফিসে পরার জন্য বেশ ভাল। গামছার সঙ্গে আজরখ প্রিন্টের মিক্স ম্যাচেও জ্যাকেট করেছেন ডিজাইনার। দাম ছ'শো থেকে
পনেরো শো'র মধ্যে।
যাঁরা একটু ট্র্যাডিশনাল পোশাক পরতে ভালবাসেন তাঁদের পছন্দের বুটিক 'সুশ্রী'। সল্ট লেক পূর্বাচলে 'সুশ্রী'তে এখন কাঁথাকাজ করা সিল্ক তসরের জ্যাকেটের প্রচুর স্টক এসেছে। শুধু মেয়েদের নয় ,ছেলেদের জন্যও জ্যাকেট রয়েছে। বিয়েবাড়িতে পাঞ্জাবির ওপর পরার জন্য তসরের কাঁথা-জ্যাকেট খুব পছন্দ করছেন ছেলেরা। কালারফুল পরতে চাইলে ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা কাজ করা ইউনিসেক্স জ্যাকেটও রয়েছে। সুশ্রীর ডিজাইনার সুস্মিতা চট্টোপাধ্যায় জানালেন, শুধু সিল্ক তসর নয়, ক্যাজুয়ালি পরার মতো কটনের জ্যাকেটও রয়েছে। বেশির ভাগই ইউনিসেকা। জিন্স টিশার্ট , স্কার্ট টপ ,কুর্তি কামিজ,শাড়ি -সব কিছুর সঙ্গেই মানিয়ে যায়।
খাদির স্টোরগুলোতেও খাদির নানারকম মেটিরিয়ালের স্টাইলিশ জ্যাকেট রয়েছে মেয়েদের জন্য। ছেলেদের জন্য খাদি ঝর্না কটন, বাফ্তা, কেঠে,তসর ও সিল্কের নেহেরু কোট রয়েছে দক্ষিণাপণের 'খাদি সিল্ক এম্পোরিয়ামে'।