
“এ ভরা বাদর, মাহ ভাদর
শূন্য মন্দির মোর ;
ঝম্পি ঘন, গরজন্তি সন্ততি
ভূবন ভরি বরিখিন্তিয়া।

বর্ষা (Rain) শুরু হয়ে গিয়েছে। বর্ষা মানেই বাংলার এক অন্য রূপ। বাংলার বর্ষার সেই রূপকে মাথায় রেখে ‘তানিশক’ (Tanishq) নিয়ে এল তাদের স্পেশ্যাল কাট হীরের গয়নার কালেকশন (Rhythms of Rain)। এই কালেকশনের ডিজাইনগুলি করা হয়েছে বৃষ্টির ফোঁটাকে মাথায় রেখেই।

টাটা কোম্পানির গয়নার ব্র্যান্ড ‘তানিশক’ তাদের এই বিশেষ ডিজাইনের গয়নার নাম রেখেছে ‘রিদিমস অফ রেইন’। গত ১ জুলাই মডেল অভিনেত্রী লিজা হেডন ডিজাইনগুলির উদ্বোধন করেন।

তানিশকের গয়নার ডিজাইন যে ক্লাসি ও এলিগ্যান্ট, তা বলার অপেক্ষা রাখে না। ‘রিদিমস অফ রেইন’ কালেকশনের ডিজাইনগুলোর আইডিয়ার পিছনে আসলে কাজ করেছে বর্ষার প্রকৃতি। বৃষ্টির জলের ফোঁটা, পেখম মেলা ময়ূরের শোভা, ফুটে থাকা পদ্ম, বিদ্যুতের চমক বা ভেসে থাকা মেঘ সবই জায়গা করে নিয়েছে তাদের ‘রিদিমস অফ রেইন’ কালেকশনে।

হীরের বর্ষাতে সোনার গায়ে লেগে আছে ব্লু টোপাজ, ট্যাঞ্জান্টাইস, ওপালসহ আরও কত কি! চোখ ধাঁধানো ডিজাইন আর মন ভোলানো হীরের কাট জিতে নেবে গয়না প্রেমীদের মন।