
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বুকে সম্প্রতি চালু হল মিনিস্ট্রি অফ বুজ নামে এক অভিনব রেস্ট্রোপাব (Restropub) ( পিকন টাওয়ার ফার্স্ট ফ্লোর ডি এইচ ব্লক নিউটাউন,কল-৭০০১৫৬)। এই রেস্ট্রোপাবের কর্ণধার হলেন অভিষেক চামারিয়া ,গৌরব জৈন, পঙ্কজ বাজোরিয়া, নিলেশ শা,রবিন উপাধ্যায়।
৮০ টি আসন বেস্টিত ২০০০ স্কোয়ার ফুটের জায়গা জুড়ে ঝাঁ-চকচকে এই রেস্ট্রোপাবে মিলবে চাইনিজ, ইন্ডিয়ান ,কন্টিনেন্টাল ডিশ । এখানকার উল্লেখযোগ্য মেনু – মুর্গ অঙ্গরা কাবাব, ফ্রায়েড চিকেন উইংস, পিস পোলাও, জিরা রাইস, মাশরুম চিকেন স্ট্যু, টোম্যাটো বেসিল স্যুপ, মশালা ফিশ ফিঙ্গার, চিকেন পপকর্ন,ব্রাউনি উইথ আইসক্রিম ইত্যাদি।

খরচ পড়বে অ্যালকোহল সমেত কমপক্ষে কর সমেত ১২০০ টাকা (২ জন)।
এছাড়াও এখানে দু’রকমের হুক্কা কম্বো মিলবে। এই কম্বোতে রয়েছে হুক্কা ১ টা, সফট ড্রিংস / মকটেল, স্টার্টার(ভেজ,ননভেজ)।
খরচ কর সমেত ৪৯৯ ও ৫৯৯ টাকা (২ জন)।

আগামী মাস থেকে এখানে কম্বো মেনু চালু হবে। যেখানে ওরিয়েন্টাল, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল মিলবে। খরচ পড়বে কর সমেত ৩৪৯ টাকা(১ জন)।

সোম-রবি ৬৯ টাকার থেকে এখানে অ্যালকোহল পাওয়া যায়। সময় দুপুর ১২- সন্ধ্যে ৭ টা।
ফ্রি ওয়াইফাই-এর পাশাপাশি থাকছে প্রতিদিন ডি জে লাইভ পারফরম্যান্স। আগামী মাস থেকে চালু হবে লাইভ মিউজিক। সম্প্রতি ‘গ্ল্যাম নাইট’ র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রেস্ট্রোপাবের পথ চলা শুরু হল। আর এই নাইটে ছিল এদিন গ্ল্যামার জগতের চেনা মুখের ভিড়।
ফোন ৭৬০৪০১১১০৩।
দুপুর ১২ -রাত ১২ টা পর্যন্ত খোলা।