Latest News

প্রজাতন্ত্র দিবসের ছুটিতে কোথায় খেতে যাবেন? রইল বিশেষ মেনুর খোঁজ

প্রজাতন্ত্র দিবসে (Republic Day Special Menu) বিভিন্ন রেস্তোরাঁয় (Kolkata Restaurants) এলাহি খাবারের আয়োজন। খোঁজ নিলেন চৈতালি দত্ত

দ্য ওয়াটস আপ ক্যাফে

এখানে ২৬ জানুয়ারির স্পেশাল আইটেম মটন দহি বড়া, মটন রোস্ট দক্ষিণী স্টাইল, গ্রিলড চিকেন উইথ ওয়ালনাট সস, টু ইন ওয়ান কাবাব, প্রণ থার্মিডর, অঙ্গরা কাবাব, নলেন গুড়ের সুফলে ইত্যাদি পাওয়া যাবে। সেইসঙ্গে মিলবে এঁদের সিগনেচার মকটেল গোয়াভা হরি মির্চ, স্পাইসি অ্যালফেনসো।

খরচ: ১৭০০ টাকা +কর (২ জন)।
যোগাযোগ: ৯৭৩৫৬৯৭৫০৮।

Image - প্রজাতন্ত্র দিবসের ছুটিতে কোথায় খেতে যাবেন? রইল বিশেষ মেনুর খোঁজ

ক্যাফে অফবিট

২৬ তারিখে এখানে মিলবে রোস্টেড পেপার গ্রিলড মাশরুম স্যান্ডউইচ, পনির আচারি টিক্কা, রোস্টেড চিকেন সালাড, প্রণ হুনান স্টাইল ইত্যাদি। এছাড়াও থাকবে কন্টিনেন্টাল, এবং চাইনিজ ক্যুইজিন। মিলবে ২০ রকমের বিরিয়ানি, কাবাব। থাকবে রকমারি মকটেল।

খরচ: ১২০০ টাকা+ কর (২জন)।
যোগাযোগ: ৭০০৩৭৯৫৩১৯।

ক্যাফে ৯৯

এদিনের স্পেশাল মেনু ফ্রায়েড ফিশ অ্যান্ড চিপস, গ্রিল্ড চিকেন মেয়োনিজ স্যান্ডউইচ, চিকেন/ভেজ রাইস, চিলি ফিশ, আলুর পরোটা, চিকেন আলু কষা, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি ইত্যাদি। এছাড়াও মিলবে স্পেশাল থালি। কম্বো অপশনও রয়েছে।

খরচ: ৯৯ টাকা থেকে শুরু।
যোগাযোগ: ৯৭৩৫৬ ৯৭৫০৮।

Image - প্রজাতন্ত্র দিবসের ছুটিতে কোথায় খেতে যাবেন? রইল বিশেষ মেনুর খোঁজ

ঝড়ে জলে জঙ্গলে

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাছেপিঠে ঘুরে আসা যেতেই পারে। যদি সেই জায়গা হয় সুন্দরবন, তবে মন্দ কী! প্রয়োজনে জঙ্গল সাফারিও করা গেলে তা হবে বাড়তি পাওনা। সুন্দরবনের এই রেস্তরাঁয় ২৩ থেকে ২৭ জানুয়ারি বিশেষ মেনু কিউরেট করা হয়েছে।

এখানে মিলবে লুচি, বাসন্তী পোলাও, আলুর দম, হাঁসের ডিমের ডেভিল, কষা মাংস, চিংড়িমাছের মালাইকারি, রসমালাই, নলেন গুড়ের রসগোল্লা ইত্যাদি।
খরচ: ১২০০ টাকা +কর (২ জন, লাঞ্চ অথবা ডিনার)। তবে বোর্ডিং এবং লজিংয়ের জন্য খরচ পড়বে ৫০০০ টাকা + কর (২জন)
যোগাযোগ: ৯৮৩৬১৩৭৬৪৭।

কলকাতার সেরা দশ দক্ষিণ ভারতীয় খাবারের ঠিকানা

You might also like