Latest News

১৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন ডিজাইনের গহনার সম্ভার নিয়ে হাজির রিলায়েন্স জুয়েলস

দ্য ওয়াল ব্যুরো: প্রতিষ্ঠা দিবস (Reliance Jewels 15th Anniversary) উপলক্ষে নতুন ডিজাইনের গহনার সম্ভার নিয়ে হাজির রিলায়েন্স জুয়েলস। ১৫তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে তারা নিয়ে এসেছে ‘আভার কালেকশন’ (Aabhar Collection)।  

এই কালেকশনের থিম হল “রিস্তোঁ কি ডোর, নয়ে কল কি ওর”। আভার কালেকশন ২০২২-এর ডিজাইনের সঙ্গে একেবারে সুন্দর ভাবে মাননসই এই থিম। এই থিমের সোনা ও হিরের কানের দুলগুলিতে রয়েছে জ্যামিতিক মোটিফের ডিজাইন, থ্রিডি প্লে-অন এলিমেন্ট ডিজাইন।

এই কালেকশনের গহনাগুলি হালকা থেকে শুরু করে ভারী সবরকম ডিজাইনেই পাওয়া যাবে। সোনা ও হিরের গয়নার এই বিপুল  সম্ভার পাওয়া যাবে সারা ভারতের ৩০০-রও বেশি রিলায়েন্স জুয়েলস শোরুমে ও শহরের ১৫০-রও শপ-ইন-শপে।

Image - ১৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন ডিজাইনের গহনার সম্ভার নিয়ে হাজির রিলায়েন্স জুয়েলস

রিলায়েন্স জুয়েলসের CEO সুনীল নায়ক বলেছেন, “প্রত্যেক বছর আমরা আভার কালেকশন নিয়ে আসি।  আমাদের লক্ষ্য ক্রেতাদের জন্য অনন্য সব ডিজাইনের অলংকার নিয়ে আসা। এ বছর আমাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একেবারে আধুনিক ও সমসাময়িক ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার ভাবনাই এই কালেকশনে প্রতিফলিত হয়েছে।”

রাখি ও স্বাধীনতা দিবস উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়ামন্ডস নিয়ে এসেছে ‘ত্রিয়া সম্ভার’

You might also like