
দ্য ওয়াল ব্যুরো: রথের দিন (Rath Yatra Fashion) বেহালার সুপ্রিয়া’জ বুটিকের জন্মদিন। ডিজাইনার সুপ্রিয়া গঙ্গোপাধ্যায় জানালেন ,প্রতি বারের মতো এবারেও তাঁর স্টোরে এসেছে প্রচুর নতুন কালেকশন। পুজোর জন্য কিনে ফেলতে পারেন আপনার মনের মতো শাড়িটি। ১০ থেকে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট রয়েছে এখন। তাই পুজোয় প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য কিনে ফেলতে পারেন শাড়ি, কুর্তি, ডিজাইনার ব্লাউজ। ছেলেদের পাঞ্জাবিও পাবেন অনেকটা কম দামে।


• নানান প্রদেশের তাঁত ও হ্যান্ডলুম
ডিজাইনার সুপ্রিয়া গঙ্গোপাধ্যায় ভারতের উত্তর থেকে দক্ষিণ নানা প্রদেশ ঘুরে সেইসব প্রদেশের ট্রাডিশনাল শাড়ি সংগ্রহ করে আনেন। শুধু তাইই নয়, দক্ষিণ ভারতের কেরল ,কর্নাটক, অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানকার তাঁতশিল্পীদের দিয়ে শাড়ি বোনান ডিজাইনার। তাই প্রতিটা শাড়ির ডিজাইনই এক্সক্লুসিভ। কাঞ্চি কটন, কেরালা কটন, গাদোয়াল, পচমপল্লী ,ইক্কত ,কাঞ্জিভরম, মাইশোর সিল্ক -নানান ভ্যারাইটি রয়েছে এখানে। এখন পিওর কাঞ্জিভরম ও মাইশোর সিল্কে ৫০% ছাড় পাবেন (Rath Yatra Fashion)।

মধ্যপ্রদেশের তসর ,চান্দেরি ,মাহেশ্বরি, রাজস্থানের আজরক প্রিন্ট , ছত্রিশগড়ের তসর ,অসমের সিল্ক ও মেখলা , বেনারসের অনেক ধরনের ফ্যান্সি শাড়ি পাওয়া যায় সুপ্রিয়া’জ বুটিকে। এখন সব শাড়িতেই ডিসকাউন্ট পাবেন।

• বাংলার তাঁত ও হ্যান্ডলুমের স্টকও ভাল
সুপ্রিয়া সব সময় নতুন কিছু দিতে চান ক্রেতাদের।তাই বাজার চলতি তাঁত নয়, একটু অফ বিট ডিজাইনের তাঁতের শাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পীদের বোনা তাঁতও পাওয়া যাবে এখানে। হ্যান্ডলুম,খাদি কটন ,লিনেন, ঢাকাই ইত্যাদিতেও এখন ডিসকাউন্ট পাবেন।

• প্রিন্ট ,বাটিক ,বাঁধনি ও মিক্স ম্যাচ
নিজেও ডিজাইন দিয়ে অনেকরকম শাড়ি তৈরি করেন সুপ্রিয়া (Rath Yatra Fashion)। মলমল ,কোটা ,তাঁত ,হ্যান্ডলুমকে সাজান ব্লকে ,কলমকারি প্রিন্টে,বাটিকে, বাঁধনিতে। বাটিকের সঙ্গে ব্লক ,ব্লকের সঙ্গে বাঁধনি মিলিয়ে মিশিয়ে নতুন নকশা করেন ডিজাইনার। এই শাড়িগুলো ক্যাজুয়াল ওয়ার হিসেবে বেশ ভালো। পুজোর গিফট হিসেবেও কেনা যেতে পারে। এতেও ছাড় রয়েছে অনেকটা।

• শাড়ির সঙ্গে ডিজাইনার ব্লাউজ,কুর্তি,পাঞ্জাবি
সুপ্রিয়া’জ বুটিকে শাড়ির পাশাপাশি স্টাইলিশ ডিজাইনার ব্লাউজও পাবেন। কটন কলমকারি, আজরক ,ইন্ডিগো, বাটিক,চেকস ,স্ট্রাইপস ও নানা ধরনের হ্যান্ডলুম ফ্যব্রিক দিয়ে ব্লাউজ তৈরি করেন ডিজাইনার। এখানে স্মার্টলুকের কুর্তি পাবেন কলেজ অফিসে পরার জন্য। আর আছে ছেলেদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি। রেডিমেডেও ডিসকাউন্ট রয়েছে।


• জন্মদিনের উপহার
রথের দিন জন্মদিন। তাই প্রতিটা কেনাকাটায় ক্রেতাদের জন্য রয়েছে উপহার। ডিসকাউন্ট বাদ দিয়ে ৩০০০ টাকা বিল হলে উপহার পাবেন একটা শাড়ি। ৬,০০০ টাকা বিল হলে উপহার পাবেন ২টো শাড়ি। টাকার অঙ্ক যত বাড়বে উপহারের শাড়ির সংখ্যা তত বাড়বে। বেহালা ট্রাম ডিপো এসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে সুপ্রিয়ার স্টোর।
ফোন : ৯৮৩০৫৭৩৬৭৩