Latest News

সোনা নয়, রুপোও নয়, এবার পুজোয় তামার দাম বেশি

সোমা লাহিড়ী

‘আমাকে কপার জরি ঢাকাই দেখাবেন প্লিজ’

মিষ্টি কণ্ঠস্বর শুনে চোখ চলে গেল মেয়েটির দিকে। ছিপছিপে লম্বা, গমের মতো উজ্জ্বল গায়ের রঙ, চুল টেনে চুড়ো করে টপ নট, আর চোখদুটো যেন ঝিকিমিক তারা। জিনস আর দুধ সাদা শার্টে স্মার্ট মেয়েটির চাহিদা কপার জরি ঢাকাই!!
আমাদের ফোটোশ্যুট চলছিল দক্ষিণ কলকাতার নামী একটা শাড়ি স্টোরে (Puja Special)। কাজের মধ্যেই বারবার চোখ চলে যাচ্ছিল।মেয়েটি কী কী কিনছে? দেখলাম ,তার চাহিদা মতো কপার জরি ঢাকাই তো এলই , এল কপার জরি হ্যান্ডলুম ,কপার জরি লিনেন, কপার জরি টাঙ্গাইলও। অবাক হয়ে দেখলাম , তার মন বুঝে সেলস পার্সন পাঁচ পাঁচটা কপার জরি শাড়ি বিক্রি করে ফেললেন (Puja Special)। মেয়েটির মুখে তৃপ্তির হাসি দেখে বুঝলাম ,এবার পুজোয় সোনা রুপো নয়,তামার দাম সবথেকে বেশি।

Image - সোনা নয়, রুপোও নয়, এবার পুজোয় তামার দাম বেশি

• বাংলার তাঁত আর হ্যান্ডলুমে কপার জরি

কথা হচ্ছিল মধ্য কলকাতার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির প্রতিষ্ঠান ‘ডালিয়া’র কর্ণধার অলোক দত্তর সঙ্গে। অলোকবাবু জানালেন ,’নববর্ষের সময় কেনাকাটার ধরন দেখেই বোঝা যায় পুজোর ট্রেন্ড কী হতে চলেছে। তাঁতশিল্পীরাও নববর্ষের আগে নতুন ডিজাইনের অল্প কিছু শাড়ি বাজারে দিয়ে বুঝে নিতে চান কোনটার চাহিদা কেমন। এবার নববর্ষের আগেই হ্যান্ডলুমে কপার জরির বুননে বেশ কিছু শাড়ি বাজারে এসেছিল এবং নিমেষে তা বিক্রি হয়ে গেছিল। তাঁতশিল্পীরা চাহিদা বুঝে তামা জরি দিয়ে নানান নকশা বুনেছেন পুজোর জন্য।’

দক্ষিণ কলকাতার বেশ কয়েকটা নামী তাঁতের শাড়ির (Puja Special) দোকান থেকেও একই কথা জানা গেল। সোনালি জরির তুলনায় এবার কপার জরির কাজ করা রেশম ঢাকাইয়ের চাহিদা তুঙ্গে। মেরুন , নেভি ব্লু , ডিপ গ্রিন , রয়্যাল ব্লু , ব্ল্যাকের পাশাপাশি অফ হোয়াইট ও পেস্টাল শেডের হ্যান্ডলুম ও রেশমে কপার জরির কাজ হয়েছে।

Image - সোনা নয়, রুপোও নয়, এবার পুজোয় তামার দাম বেশি

• সিল্ক তসরেও তামার কদর তুঙ্গে

প্রিয় গোপাল বিষয়ীতে ফোটোশ্যুট চলাকালীন দেখলাম সিল্ক তসরেও গোল্ডেন জরির তুলনায় কপার জরির ডিজাইন এসেছে বেশি। কথা হচ্ছিল প্রিয় গোপাল বিষয়ীর কর্ণধার সৌম্যজিৎ লাহার সঙ্গে। সৌম্যজিৎবাবু জানালেন,’ পুজোর সময় সকলেই চান অন্যরকম কিছু। তাই কাঞ্জিভরম সিল্কে এবং দক্ষিণ ভারতের অন্যান্য কিছু সিল্কে এবার কপার জরির রমরমা। অলওভার টিস্যু তাঞ্চইও হয়েছে কপার জরিতে। আর তসরেও এবার কপার জরির কাজ হয়েছে। ফ্যান্সি শাড়িতে কপার কাজের শাড়ি এসেছে অনেকরকম। এমনকী স্বর্ণচরিও তার সোনা রং ছেড়ে এবার তামার সাজে সেজেছে।’


বেশ কিছু ডিজাইনার,যাঁরা উইভিংয়ের শাড়ি করেন তাঁদের কাছেও জানা গেল এবার পুজোর জন্য খাদি কটন, লিনেন, হ্যান্ডলুম ও রেশম ঢাকাইয়ে কপার জরির নকশা বুনিযেছেন তাঁরা।

Image - সোনা নয়, রুপোও নয়, এবার পুজোয় তামার দাম বেশি

• তামার দাম কতো?

না না সোনা রুপোর থেকে তামার দাম কম নয়। বরং এবার পুজোয় সবথেকে দামি তামাই। মোটামুটি ভাবে তামাজরির হ্যান্ডলুমের দাম হাজারের কাছাকাছি। কপার জরির বুটি দেওয়া রেশম ঢাকাই দেড় হাজার থেকে দাম শুরু। তামা জরি তসর পাঁচ-ছ হাজার টাকায় পাবেন। কপার কাঞ্জিভরম আট হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পাবেন। ফ্যান্সি কপার শাড়ি দেড়-দু হাজার টাকার মধ্যে পাবেন।
তাহলে আর দেরি কেন,বেরিয়ে পড়ুন পছন্দের তামা শাড়ির খোঁজে। 

You might also like