Latest News

পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

সোমা লাহিড়ী

শাড়ি বা ড্রেসের সঙ্গে ম্যাচ করে গয়না তো আমরা সারা বছরই পরি, কিন্তু পুজোর সাজে গয়নার একটা আলাদা গুরুত্ব আছে। দুর্গাকে থিম করে অনেক রকম গয়নার (Jewelry) কালেকশন করেছেন আত্রেয়ী ক্রিয়েশনের ডিজাইনার শ্রাবণী দাস। শ্রাবণী সব সময়েই নতুন কিছু ভাবনা আর থিম নিয়ে কাজ করেন। তাতে সাম্প্রতিক ঘটনার প্রভাব যেমন থাকে তেমনই উৎসব অনুষ্ঠানের আমেজও। আবার ফ্যাশন ট্রেন্ডও খেয়াল রেখে গয়না তৈরি করেন শ্রাবনী। এবার পুজোতে তার আত্রেয়ী ক্রিয়েশনে কী ধরনের জুয়েলারি তৈরি হয়েছে জেনে নেওয়া যাক।

Image - পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

• দুর্গা গণেশের মোটিফে ক্লে কালেকশন

পোড়ামাটির গয়না ,টেরাকোটার গয়না (Jewelry) বহুদিন ধরেই আমাদের আকৃষ্ট করে চলেছে। কিন্তু আত্রেয়ী কালেকশনের ক্লে জুয়েলারি তার থেকে অনেকটাই আলাদা। কথা হচ্ছিল জুয়েলারি ডিজাইনার শ্রাবণীর সঙ্গে। বললেন,’ এই ক্লে জুয়েলারি (Jewelry) টেরাকোটার মতো আগুনে পোড়াতে হয় না। ছাঁচে ফেলে বা হাতে গড়ে নিতে হয় লকেট, নেকপিস  ,ইয়ার রিংস,ফিঙ্গার রিংস বা হাতের গয়না।এই গয়নায় ইচ্ছে মতো রঙ করা যায়। খুব কালারফুল এই ক্লে জুয়েলারি।

Image - পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

পুজোর জন্য নানারকম দুর্গার মোটিফ,শরতের শিউলি,কাশফুল, গণেশ জননী,গণেশের অনেক ধরনের মূর্তি করেছি এবার পুজোর ক্লে কালেকশনে।’এই গয়না (Jewelry) যেকোনও ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে পরলে ভাল লাগবে। আবার ইয়ং জেনারেশন ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গেও ক্লে জুয়েলারি পরে ফেলছে স্মার্টলি। দেখতে বেশ লাগছে।

Image - পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

• মেটালে কপার রয়েছে ট্রেন্ডে

এবার পুজোয় সোনালি রুপোলি অনেকটাই পিছিয়ে। তাঁত হোক বা কাঞ্জিভরম, চান্দেরি হোক বা জামদানি-কপার জরির কারুকাজ এবার বাজার দখল করেছে। তাই ম্যাচ করে সকলেই চাইছেন কপার জুয়েলারি। আত্রেয়ী ক্রিয়েশনে প্রচুর কপার কালেকশন রয়েছে।

ফ্লোরাল ,আবস্ট্রাক্ট ও দেবীর মুখের আদলে প্রচুর গয়না করেছেন শ্রাবণী। এছাড়া সোনালি ,রুপোলি ও অক্সিডাইজড মেটাল জুয়েলারিও আছে।

Image - পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

ঠিক বাজার চলতি গয়না নয়, প্রত্যেকটার মধ্যেই ইউনিকনেস আছে। ম্যাট গোল্ড ও ডোকরাতে বড় দুর্গা গণেশের মুখ নিয়ে খুব সুন্দর কাজ করেছেন ডিজাইনার। এই গয়না শুধু শাড়ি নয় সব পোশাকের সঙ্গেই মানায়।

Image - পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

• অনিক্স , ড্রুজি আর রকমারি কালার্ড স্টোন দিয়ে তৈরি এক্সক্লুসিভ জুয়েলারি

আত্রেয়ী ক্রিয়েশনের স্টোন জুয়েলারিও (Jewelry) নজর কাড়ে সব্বার। কারণ ওই একই ডিজাইনের অভিনবত্ব। ড্রুজি স্টোনে পেন্টিং করে তৈরি হয়েছে পেনডেন্ট। নানা থিমে দুর্গা ,রাধা-কৃষ্ণ,গণেশ-এই ধরনের পেন্ডেন্ট গাঁথা হয়েছে অনিক্স বিডস দিয়ে।

Image - পুজোর এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশন

এই নেকপিস এক্কেবারে পুজোর রাতের সাজের সঙ্গে মানানসই। রংবেরঙের স্টোনের মালার সঙ্গে লকেট তো আছেই। সঙ্গে ম্যাচ করে ইয়ার রিংস।


‘এবার ট্রাসেলেও নতুনত্ব আনার চেষ্টা করেছি। অনেক রকম সুতোয় বুনেছি ট্রাসেল। বিডসের সঙ্গে মিলিয়ে মিশিয়েও ডিজাইন করেছি’ বললেন শ্রাবণী। পুজোর শাড়ির সঙ্গে ম্যাচ করে পেয়ে যাবেন। আর আছে এক্সক্লুসিভ কান ঝুমকো, ককটেল রিং, নোজ রিং , টো চেন ইত্যাদি।
ডিজাইনার জুয়েলারি হলেও আত্রেয়ী ক্রিয়েশনের গয়নার দাম রিজিনেবল।
যোগাযোগ : 9674189939
ছবি: জ্যোতির্ময় মজুমদার 

You might also like