Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তাকানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিওবালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানেরবাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশসম্পর্কে টানাপড়েন! প্রেমিকাকে ঘরে আটকে আত্মঘাতী লিভ ইন সঙ্গী, হাতের শিরা কেটে জখম তরুণীও'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যা

রাইকিশোরীর পুজো স্পেশাল শাড়ি ও  ধুতি পাঞ্জাবিতে প্রাধান্য পেয়েছে মিক্স-ম্যাচ 

রাইকিশোরীর পুজো স্পেশাল শাড়ি ও  ধুতি পাঞ্জাবিতে প্রাধান্য পেয়েছে মিক্স-ম্যাচ 

শেষ আপডেট: 12 October 2023 10:06

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই আর পাঁচটা সাধারণ দিনের থেকে আলাদা। এইরকম স্পেশাল দিনে যেন জিন্স টপ, স্কার্ট, পালাজো, শার্ট টিশার্ট পরতে মন চায় না। মেয়েরা শাড়ি আর ছেলেরা হয় ধুতি পাঞ্জাবি না হয় পাজামা পাঞ্জাবি পরতে পছন্দ করেন। আর তা যদি এক্সক্লুসিভ হয় তাহলে তো কেল্লাফতে। ডিজাইনার শ্যামসুন্দর বসুর রাইকিশোরী কালেকশনে ধুতি-পাঞ্জাবির অফুরন্ত স্টক। তাঁর তৈরি শাড়িগুলোও কিন্তু বেশ অন্যরকম। এবার পুজোর জন্য কী কী করেছেন ডিজাইনার জেনে নেওয়া যাক।

 • নানান ফ্যাব্রিকের মিক্স-ম্যাচ শাড়ি ও পাঞ্জাবিতে 

পুজোর শাড়িকে সাজাতে দু'তিন রকম ফ্যাব্রিক কেটে জুড়ে অসাধারণ শাড়ি তৈরি হয়েছে। জামদানির সঙ্গে নেটের মিক্স-ম্যাচ পছন্দ করছেন স্টাইলিশ মেয়েরা। স্কার্ট বর্ডার সিলভার জরি অরগেঞ্জা বুনিয়েছেন ডিজাইনার। সঙ্গে ভেলভেট ক্রপ টপ টিম আপ করায় শাড়ির গেট আপ হয়েছে আরও স্মার্ট ও গর্জাস।

রাইকিশোরী কালেকশনের ধুতি পাঞ্জাবির পুজোর সম্ভারও এবার সেজেছে নানান ধরনের ফ্যাব্রিকের মিলমিশে। বাংলার জামদানির সঙ্গে হ্যান্ডলুম, জামদানির সঙ্গে তাঁত, ওপারা সিল্কের সঙ্গে খেস তসর, ব্রোকেডের সঙ্গে বুটি দেওয়া ঢাকাই, হ্যান্ডলুমের সঙ্গে ইক্কত মিলেমিশে একেবারে অন্যরকম লুকে হাজির পুজোর জন্যে। শাড়িতে যেমন এখন সিলভার ও কপার জরি ট্রেন্ডে, তেমন পাঞ্জাবিতেও। 


ব্ল্যাক, নেভিব্লু, বটল গ্রিন, স্নাফ ইত্যাদি গাঢ় রঙে কপার জরির কাজ করা জামদানি ব্যবহার করা হয়েছে পাঞ্জাবিতে। ওপারা সিল্ক ও ব্রোকেডে প্রাধান্য পেয়েছে লাল সাদা-একেবারে উৎসবের রং। 

• পাঞ্জাবির কাটিংয়ে নতুনত্ব, মোটিফে শিউলি ফুল 

কথা হচ্ছিল ডিজাইনার শ্যামসুন্দর বসুর সঙ্গে। বললেন, সাধারণ কাটিংয়ের পাঞ্জাবি তো তাঁর কালেকশনে আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে মিক্স আন্ড ম্যাচের অফবিট ডিজাইন। কখনও লম্বালম্বিভাবে কখনও তেরছাভাবে আবার কখনও জিকজ্যাক ডিজাইনে ফ্যাব্রিক কেটে জুড়ে তৈরি হয়েছে নকশা। পাঞ্জাবির গলার ডিজাইনেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন ডিজাইনার। পুজো কালেকশন তাই মোটিফে এসেছে স্বস্তিক, মঙ্গলঘট, কুলো, মাছ আর শিউলি ফুল।

• পাঞ্জাবির জুড়িদারও অনেক 

পাঞ্জাবির সঙ্গে মানানসই জুড়িদার না হলে কিন্তু গেট আপটা ঠিক জমে না। রাইকিশোরী কালেকশনে নানা ধরনের অপশন আছে। পুজোর সময় অনেকে পাঞ্জাবির সঙ্গে ধুতি পরতে ভালবাসেন। তাই পাঞ্জাবির সঙ্গে রেডিমেড ধুতি তো আছেই, রয়েছে চুড়িদার, বেলুন প্যান্ট, ট্রাউজার পাজামা, আলিগড়ি পাজামা। শ্যামসুন্দর বললেন, 'শুধু পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করলেই তো হবে না, ফিগার অনুযায়ী কাকে কোনটা মানাবে সেটা দেখেই আমি সাজেস্ট করি ক্রেতাকে।' 

• হিজ আন্ড হার'স কালেকশনে নতুনের ছোঁয়া 

পুজোতে মেয়ে জামাইকে ম্যাচ করে শাড়ি আর পাঞ্জাবি দিতে চাইলে তাও আছে রাইকিশোরী কালেকশনে। জামাইয়ের জন্য পাতিয়ালা স্টাইলের পাজামার সঙ্গে সিম্পল সাদা পাঞ্জাবি ও ডিজাইনার জ্যাকেট, মেয়ের জন্য রং মিলিয়ে হালকা মসলিন শাড়ি, সঙ্গে পাফহাতা অরগেঞ্জা ব্লাউজ। প্যারট গ্রিন, পিঙ্ক আর সাদার কম্বিনেশন নজর কাড়বে ইয়াংস্টারদের।

 আবার উৎসবের দিনে চিরাচরিত লাল সাদা কালার প্যালেট পছন্দ হলে রয়েছে মাঙ্গলিক মোটিফে কাঁথাকাজ করা র-সিল্কের ধুতিপাঞ্জাবি, সঙ্গে একই কম্বিনেশনের শাড়ি। তবে তাতে স্পেশাল লুক এনেছে নেটের ক্লোক বা রাউন্ড শেপের পঞ্চু। এছাড়া কটনেও অনেক ধরনের মেয়ে-জামাই সেট পাবেন।

অনেক সেলিব্রিটিও রাইকিশোরী কালেকশনের ধুতি-পাঞ্জাবি ও শাড়ি পরতে ভালবাসেন। আপনারাও যোগাযোগ করতে পারেন ৭০০১৯৭৭১৬৩ নম্বরে।


ভিডিও স্টোরি