Latest News

ধনতেরাসে বড় চমক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের, রয়েছে আকর্ষণীয় অফারও

দ্য ওয়াল ব্যুরো এই উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এল ভারতের অন্যতম বড় গয়না বিপণি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ধনতেরাসের শুভক্ষণে সোনা রুপোর গয়না কেনা ভারতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সোনা সৌভাগ্য, সমৃদ্ধি, প্রাচুর্য এবং মঙ্গলের প্রতীক। অফারের অংশ হিসাবে গ্রাহকেরা সোনা, রুপো, হিরে, প্ল্যাটিনাম, গসিপের সম্পূর্ণ জুয়েলারি রেঞ্জের মজুরির ওপর পাবেন আকর্ষণীয় ছাড়।এই বছর গয়না কেনার প্রবণতা বেড়েছে। গত দু বছরের মানসিক উদ্বেগ আর চ্যালেঞ্জের পরে, গ্রাহকেরা আবার নতুন করে গয়নায় ব্যয় এবং বিনিয়োগ করতে চাইছেন। এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন বলেন, ‘আমরা সোনা বা হিরের বড় গলার হার, চুড়ি, কানের দুল, আংটির স্টেটমেন্ট পিস বিক্রি হতে দেখেছি। বিক্রি গত বছরের তুলনায় ১৫-২০ শতাংশ বেড়েছে। ধনতেরাস উপলক্ষ্যে সোনা, হিরে, প্ল্যাটিনামের নতুন ডিজাইন আর কালেকশন তো আছেই, পাশাপাশি সোনা ও হিরের গয়না ক্রয়ের ওপর রয়েছে আকর্ষণীয় অফারও। কিয়ারা আডবাণী, আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটি নতুন ডিজাইন রেঞ্জ নিয়ে এসেছেন এবং ‘Now is the time’ ক্যাম্পেনের মাধ্যমে আমরা সবাইকে উৎসাহিত করছি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এবং সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই উৎসবের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করার সঠিক সময় এখনই।”সম্প্রতি বলিউড তারকা কিয়ারা আডবাণী এবং বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীর সঙ্গে নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন প্রকাশ করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। কিয়ারা, ব্র্যান্ডের নতুন মুখ। তাঁর হাত ধরেই ডিজিটাল মাধ্যমে চলবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নতুন ধনতেরাস ক্যাম্পইন। ‘Now is the time’ এরই অংশ এই ক্যাম্পেইনে শোকেস করা হবে ভারতের বিভিন্ন অংশের জটিলভাবে ডিজাইন করা সূক্ষ্ম কারুকাজের গয়না।এর পাশাপাশি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও একটি নতুন ক্যাম্পেইনের ঘোষণা করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। পুরুষদের লেটেস্ট প্ল্যাটিনাম গয়নার সম্ভার ‘Men of Platinum’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন সৌরভ। খ্যাতিমান ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক হিসাবে তিনি জীবনের কঠিনতম সময়ে যেসব সিদ্ধান্তগুলো নিয়েছেন, যা তাকে আজকে এখানে পৌঁছতে সাহায্য করেছে, সেসব নিয়ে কথা বলবেন সঙ্গে কালেকশন থেকে স্টেটমেন্ট প্ল্যাটিনাম পিসও দান করবেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং প্ল্যাটিনাম গিল্ড ইন্টারন্যাশনালের মাঝখানের সম্পর্ক উদযাপনের জন্য এই সংগ্রহটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন ব্র্যান্ডটির কর্ণধারেরা।

এছাড়াও গ্রাহকদের জন্য সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুম এবং অনলাইন চ্যানেলে ৬ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে ধনতেরাস অফার। যেকোনও কেনাকাটায় গ্রাহকেরা সোনার গয়নার মজুরিতে পাবেন সম্পূর্ণ ছাড়। হিরের গয়নার মজুরিতে পাবেন ৭৫% আর প্ল্যাটিনামের গয়নার মজুরিতে ২৫% ছাড়। রুপোর গয়না আর গসিপ আইটেমের মজুরি বা দামের ওপরও ১৫% ছাড় পাবেন গ্রাহকেরা। তাহলে আর দেরি কীসের। আজই ঢুঁ মারুক আপনার কাছের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আউটলেটে। সৌভাগ্যলক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার এই তো যথার্থ সময়।

You might also like