
বিয়ের দিনে সব মেয়েকেই ভারী সুন্দর দেখায়। অলংকার, চন্দন, ফুল আর বেনারসির সাজে কনে যেন রাজকন্যে। কনের গয়না কেমন হলে তাঁকে আরও সুন্দর দেখায়, জানালেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা।
মেয়ের বিয়ের গয়না কিনতে গিয়ে অনেকেই কনফিউজড হয়ে পড়েন। বাজেট অনুযায়ী কী কেনা যেতে পারে বা কী রঙের বেনারসির সঙ্গে কোন গয়না মানাবে এই সব নিয়ে দ্বিধায় থাকেন। তাঁদের সাহায্য করতে হবে জুয়েলারি স্টোরের সেলস পার্সনদেরই। প্রথমেই জেনে নিতে হবে বাজেট। তারপর ক্রেতার টেস্ট কেমন বুঝে নিতে হবে। আর জানতে হবে বিয়ে বা রিসেপশনে কনে কেমন শাড়ি পরবে, লেহেঙ্গা পরবে কিনা! শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিয়ের গয়না কেনার সময় অ্যাডভাইস দিয়ে থাকে। এবার আসা যাক গয়না প্রসঙ্গে…
মাণিক্য কালেকশন
লাল বেনারসির সঙ্গে যে শুধু সোনার গয়না পরলে ভালো লাগবে তা কিন্তু নয়। লাল বেনারসির সঙ্গে মুক্তোয় গাঁথা রিয়েল স্টোন আর সেমিপ্রেশিয়াস স্টোনের গোল্ড জুয়েলারি পরলে কনের রূপ স্নিগ্ধ সৌন্দর্যে ভরে ওঠে। এটা শ্যাম সুন্দরের এক্সক্লুসিভ মাণিক্য কালেকশন। গলার চিক, নেকলেস, সীতাহার, হাতের ব্রেসলেট, বালা, কানের ঝোলানো দুল, মাথার টিকলি, ঝাপটা- সব রয়েছে মাণিক্য কালেকশনে। বাজেট অনুযায়ী রিয়েল স্টোন বা সেমিপ্রেশিয়াস স্টোন দিয়ে সাজানো হয় এই কালেকশন।টেম্পল জুয়েলারি
যাঁদের একটু ম্যাট ফিনিশড জুয়েলারি ভালো লাগে এবং অফবিট ডিজাইন চান তাঁরা হাত বাড়াতে পারেন টেম্পল জুয়েলারিতে। দক্ষিণ ভারতীয় মন্দিরের ডিজাইন খুব সুন্দর করে গয়নায় এনেছেন শিল্পীরা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের টেম্পল জুয়েলরির বৈশিষ্ট্য হল, এখানে মিনার কারুকাজে শুধু লাল, সবুজ, মেরুন, নীল নয়, টারকোয়াইজ ব্লু, স্টিল গ্রে, পিঙ্ক, গ্রিনের অন্যরকম শেডও ব্যবহার করা হয়। তাই গয়নার লুক হয় স্টাইলিশ। যেকোনও রঙের বেনারসির সঙ্গে ভালো দেখায় এই গয়না। সাউথ সিল্কের সঙ্গে পরলেও ভালো লাগে। এই কালেকশনের সঙ্গে হাতে পরা যেতে পরে অ্যান্টিক কালেকশনের বালা বা চূড়। দুটোরই পলিশ ম্যাট বলে ম্যাচ করে যায়।
ক্ল্যাসিক ক্যালকাটা কালেকশন
পুরনো কলকাতার সোনার গয়নার নকশাকে পুনরুদ্ধার করে আধুনিকের সঙ্গে মিলিয়েছেন অলংকার শিল্পীরা। চওড়া পাটি হারের ডিজাইনে তৈরি সীতাহার ছিলা কাজের গুণে ঝলমলে। চিক, নেকলেস, কানের নানারকম ঝোলানো দুল, পাশা, হাতের চুড়, চুড়ি, বালা, আংটি, টিকলি রয়েছে শ্যাম সুন্দরের ক্ল্যাসিক ক্যালকাটা কালেকশনে। যাঁরা বিয়ের দিন একেবারে ট্রাডিশনাল সোনার সাজই চান, তাঁরা এই গয়নায় চোখ রাখতে পারেন।ডায়মন্ড সেলিব্রেশন
আজকের কনের মনের গহনে যদি হীরে প্রীতি থাকে, তাহলে স্বাভাবিকভাবেই রিসেপশনের জন্য সে চাইবে ডায়মন্ড জুয়েলারি। চওড়া নেকলেস, ম্যাচিং ইয়ার রিংস, রিস্টলেট, ফিংগার রিংস সব কিছুরই নানা ধরনের সম্ভার আছে শ্যাম সুন্দরের ডায়মন্ড সেলিব্রেশন রেঞ্জে। দেখে খুব ভারী মনে হলেও অনেকগুলোই বেশ বাজেট ফ্রেন্ডলি। আর ফুলশয্যার রাতে উপহার দেওয়ার জন্য ডায়মন্ড রিংয়ের ডিজাইনও আছে অনেকরকম। বাজেট যেমনই হোক পেয়ে যাবেন মনের মতো।