
পঞ্চাশে পা, নতুন হার্বাল প্রসাধনের ঘোষণা করল খুকুমণি সিঁদুর ও আলতা
দ্য ওয়াল ব্যুরো: এদেশের প্রসাধনের বাজারে এক বিশ্বস্ত নাম খুকুমণি সিঁদুর ও আলতা। গত পঞ্চাশ বছর ধরে বাঙালির দৈনন্দিন ঘরকন্না, পুজোপার্বণের সঙ্গে জড়িয়ে আছে এই নাম।বাঙালি মহিলাদের কাছে আলতা সিঁদুরের গুরুত্ব অপরিসীম। এখনও ঘরে ঘরে সধবাদের সৌভাগ্যের চিহ্ন ধরা হয় সিঁদুর, আলতাতে। সনাতন ধর্মে লাল রঙ তাত্ত্বিক ও ধর্মীয় গুরুত্বও আছে। তাই যতই আধুনিক সাজপোশাক করুক না কেন, বাঙালি নারীর দৈনন্দিন জীবনে সিঁদুর আলতার কদরই আলাদা। সেই গৌরবের সঙ্গে ৫০ পার করল খুকুমণি সিঁদুর ও আলতা।
গত ২৮ শে নভেম্বর কলকাতার এক নাম করা রিসর্টে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হল খুকুমণি সিঁদুর ও আলতার পক্ষ থেকে। এই বিশেষ অনুষ্ঠানে কোম্পানির অভিজ্ঞ সদস্যদের সম্মানিত করা হয়েছে যাদের অবদান এই পঞ্চাশ বছরের পথ চলাতে অনস্বীকার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান প্রদীপ রায় চৌধুরী, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রী অরিত্র রায়চৌধুরী নতুন হার্বাল মহিলা প্রসাধনী সামগ্রী বাজারে আনার কথা প্রকাশ করেছেন এবং আশা করেছেন এই নতুন সামগ্রী কোম্পানিকে এক নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করবে।