দ্য ওয়াল ব্যুরো: পুজোর আর বেশি দেরি নেই। পুজোর প্ল্যানিং নিশ্চয়ই শুরু হয়ে গেছে? আর কেনাকাটার কথা কী ভাবছেন? জানেন কী, ঠিক আপনাদের কথা মাথায় রেখে যাবতীয় কোভিড-বিধি মেনে সেনোরিটার উদ্যোগে প্রি-ফেস্টিভ কালেকশন নিয়ে ১১, ১২ সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবি দক্ষিণ কলকাতার ২৪ বালিগঞ্জ পার্ক হলদিরাম ব্যাংকোয়েটে লাইফস্টাইল শোকেসিং শুরু হতে চলেছে। উদ্যোক্তারা হলেন চিত্রবালি ভাওয়াল, রোশনি লাহা, দেবযানী দাশগুপ্ত বন্দোপাধ্যায় ও অদিতি ভট্টাচার্য। এঁদের মধ্যে কেউ আইনজীবী বা প্রকাশক। কেউ আবার ফ্যাশন ডিজাইনার অথবা ইন্টেরিয়ার ডিজাইনার। এঁরা প্রত্যেকেই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এই লাইফস্টাইল শোকেসিং-এর কালেকশন বাজারচলতি যে কোনও কালেকশনের থেকে যে সম্পূর্ণ স্বতন্ত্র তা বলা বাহুল্য। কী নেই এখানে? আপনি যদি এক্সক্লুসিভ হ্যান্ডমেড এবং হ্যান্ডক্রাফটেড কালেকশনের সুলুক সন্ধানে থাকেন তবে এখানে অবশ্যই আসতে পারেন। এখানে প্রতিটি কালেকশন বেশ নজরকাড়া।এছাড়া রয়েছে চোখ ধাঁধানো রকমারি ডিজাইনার কালেকশন। শাড়ি থেকে শুরু করে ডিজাইনার অ্যাটেয়ার, ওয়েস্টার্ন অ্যাপারেলস, কুর্তি, পাকিস্তানি স্যুট, লেগিংস, ওয়েস্টার্ন ওয়্যার, বটম ওয়্যার, ব্লাউজ, ইন্দো ওয়েস্টার্ন, মেন্স এথনিক ওয়্যার, ওয়েস্টার্ন ড্রেসেস, নাইটওয়্যার, কিডস ওয়্যার, বেড কভার, বেডশিট, সিলভার জুয়েলারি, অ্যাক্সেসারিজ, লেদার ব্যাগ, পার্স, কিচেন গুডস, অর্গানিক সোপ, কসমেটিকস, ক্যান্ডেল, গিফট আইটেমের রয়েছে বিপুল সম্ভার।রয়েছে এক্সক্লুসিভ রেঞ্জের হ্যান্ডলুম কটনের কালেকশন, হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, হ্যান্ডমেড ট্রে ইত্যাদির রকমারি আকর্ষণীয় আইটেম। শুধু নিজের চাহিদা ও পছন্দ মতো কিনে নিলেই হল।দামও বেশ পকেট ফ্রেন্ডলি। পোশাকের দাম? মাত্র ৮০০ টাকার থেকে। লাইফ স্টাইলের অন্যান্য হ্যান্ডক্রাফটেড ও হ্যান্ডমেড সামগ্রীর দামও সাধারণের এক্তিয়ারের মধ্যে। মাত্র ৫০০ টাকার থেকে শুরু। ইচ্ছে করলে আপনি পুজার শপিং অনায়াসে এখান থেকে করতে পারেন। তবে আর দেরি কেন? একবার ঢুঁ মারুন। সময়: বেলা ১১টা – রাত ৮.৩০।