
ল্য ক্যাফে সেইন
স্বাস্থ্য সচেতন মানুষেরা সাধারণত কন্টিনেন্টাল ডিশ খেতে খুবই পছন্দ করেন। এই পুজোয় খাঁটি কন্টিনেন্টালের স্বাদ নিতে চাইলে অবশ্যই এই রেস্তোরাঁয় একবার ঢুঁ মারতে পারেন। এখানে ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি বিভিন্ন দেশের কন্টিনেন্টাল ক্যুইজিন মিলবে।পুজোতে এঁরা স্পেশাল মেন্যু হিসেবে সিফুড-কে ফোকাস করেছেন। এখানে সি ফুডের লাইভ কাউন্টার আছে, যেখানে মিলবে চিংড়ি, লবস্টার, কাঁকড়া।
সি-ফুডের নানান উপাদেয় পদ ছাড়াও এঁদের উল্লেখযোগ্য মেন্যু ফিশ অ্যান্ড চিপস, প্যাপরিকা চিকেন, ফ্রুট জুস, চিকেন কিভ উইথ রাশিয়ান স্যালাড, বার্গার, ব্রাউনি, প্যানকেক, ক্যারামেল কাস্টার্ড, ফিশ ওরলি, ফিশ ফ্রাই, প্রন ককটেল, স্যুপ ইত্যাদি।
সঙ্গে রয়েছে রকমারি মকটেল, কফি, চা। পুজোর মেন্যু ১০ অক্টোবর-১০ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে। তবে পুজোর সময় এঁদের নিয়মিত অল ডে ইংলিশ ব্রেকফাস্ট চালু থাকবে।
খরচ কমপক্ষে ৬০০টাকা+কর (২জন)।
যোগাযোগ ৯৮৩০৯৯৪৭৮১।
ক্যাফে বাই দা লেন
ধোঁয়া ওঠা এক পেয়ালা কফি নিমেষে শরীরকে সজীব আর মনকে চনমনে করে তোলে। এই পুজোতে কফিপ্রেমীদের জন্য এই রেস্তরাঁ এককথায় আদর্শ। এখানে রয়েছে ভিন্ন স্বাদের কফি যা আপনি অনায়াসে চেখে দেখতে পারেন।এবছর পুজোতে এঁরা ডাব মালাই অ্যামেরিকানো কফি, ক্লাউড কফি লঞ্চ করেছে যা সত্যিই স্বাদে-গন্ধে অতুলনীয়। এঁদের কফির এত ভ্যারাইটি জাস্ট ভাবা যায় না।
সঙ্গে মুখ চালাতে চাইলে পাবেন স্মোকি চিজি চিকেন, কাসুন্দি চিলি চিকেন, বারবিকিউ মোমো, গ্রিলড পর্ক ইত্যাদি। রকমারি স্বাদের চা তো আছেই।
খরচ- কর সমেত ৬০০ টাকার মধ্যে (২জন)।
যোগাযোগ ৯৮৩১৮১০৮৭৮।