
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির রোম্যান্টিসিজ়মের সঙ্গে রসনারও সম্পর্ক আছে (Monsoon Special)। এই বর্ষার দিনে মুখরোচক কিছু না হলে মনই তৃপ্ত হয় না। কলকাতার অনেক রেস্তোরাঁই মনসুন-স্পেশাল মেনু নিয়ে এসেছে। চলুন জেনে নেওয়া যাক।
এলএমএনওকিউ
বর্ষায় স্পেশাল মেনু (Monsoon Special) লঞ্চ করল এলএমএনওকিউ। উল্লেখযোগ্য ডিশ স্যালাড, বোনলেস চিকেন উইংস, রোমান স্কুইড রিংস ,তন্দুরি প্ল্যাটার, রোস্টেড ফ্রেঞ্চ স্টাইল বেঙ্গল স্যান্ডউইচ, আচারি মাশরুম সামোসা, অ্যাভোকাডো টোস্ট, অ্যাপেল পাই ফ্রেঞ্চ টোস্ট,রকি রোড ব্রাউনিস ইত্যাদি ছাড়াও রয়েছে রকমারি ককটেল।


খরচ: ১২০০ টাকা+কর (২জন, (অ্যালকোহল ছাড়া) তবে অ্যালকোহল সমেত খরচ পড়বে ২০০০ টাকা +কর (২জন)।
যোগাযোগ: +৯১ ৯৯০৩০৪০৫০৬।
ক্লাউড সোশ্যাল রুফটপ লাউঞ্জ
এই রেস্তোরাঁয় মূলত নিরামিষ পদ পাওয়া যায়। আর বর্ষাকে তাড়িয়ে উপভোগ করতে ভেজ স্যুপ, স্টার্টার ,স্যালাড, মেনকোর্স, ডেজার্ট লঞ্চ করেছে। উল্লেখযোগ্য অ্যাসরটেড পাকোড়া, ওয়ার্ম মেক্সিকান কর্ন স্যালাড , সোয়া কিমা সিঙ্গারা ফিলো ট্রাঙ্গেলস,ভেজ ফ্রায়েড রাইস উইথ প্ল্যানটেন চিলি পিপার, অ্যাসপারাগাস রিসোটো, প্যাশন ফ্রুট চিজ শ্রিখনড ইত্যাদি।


খরচ: ১০০০ টাকা + কর ( ২ জন)।
যোগাযোগ: ০৩৩৬৮১১০৯৪৪