
দ্য ওয়াল ব্যুরো: আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। নেতাজির জন্মদিন উপলক্ষে আজ ‘দাদাগিরি’র বিশেষ মঞ্চে ‘দাদা’কে দেখা যাবে পাজামা পাঞ্জাবি আর জহর কোটে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুব কমই দেখা যায় এমন সাজে।আজ ‘দাদাগিরি’র মঞ্চে রয়েছে একের পর এক চমক। অতিথি হিসেবে মঞ্চে দেখা যাবে চার বছরের একটি ছোট্ট ছেলেকে। ঠিক নেতাজির মতো পোশাকে সেজে আজ সে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হবে বিভিন্ন জেলা থেকে আসা ছোট্ট ছোট্ট প্রতিযোগীদের উপহার দিতে।
আজকের প্রতিযোগীদের সকলেরই বয়স চার থেকে ন’বছরের মধ্যে। এই খুদে প্রতিযোগীরা প্রত্যেকেই খুব প্রতিভাবান।
নেতাজিকে সম্মান জানাতে একজন শিশু মঞ্চে স্যান্ড আর্ট করে চমকে দেবে দর্শকদের। পুরুলিয়া থেকে আসা একটি ছোট্ট প্রতিযোগী নাচে গানে মাতিয়ে দেবে মঞ্চ।
প্রত্যেকের রঙচঙে সাজপোশাক আর সৌরভের মজাদার সঞ্চালনায় আজ নেতাজির জন্মদিনে জমে যাবে ‘দাদাগিরি’র মঞ্চ। শুরু হবে ঠিক সাড়ে ন’টা থেকে জি বাংলায়।