Latest News

Jamai Sasthi Special: গানে-ভোজনে জমে যাবে, দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি জামাইভোজ

দ্য ওয়াল ব্যুরো: আগামী রোববার ৫ জুন হোয়াটস অ্যাপ ক্যাফেতে জামাইষষ্ঠীর (Jamai Sasthi Special) পান-ভোজন জমে যাবে গানে গানে। লাইভ পারফর্ম্য়ান্সের সঙ্গে মকটেলের মজা আর মেনুতে একটু অফ বিট বাঙালিয়ানা, মিলেমিশে একটা অদ্ভুত আমেজ আনবে জামাইভোজে। আরও একটা সুবিধে হল দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি খোলা থাকবে হোয়াটস অ্যাপ ক্যাফে (Jamai Sasthi Special)। তাই অফিস অফ করতে না পারলেও অসুবিধে নেই। ডিনারে জমে যাবে জামাইষষ্ঠী পার্টি।

• মেনুতে কী কী থাকছে?

আগেই জানানো হয়েছে হোয়াটস অ্যাপ ক্যাফের মেনুতে থাকে অফ বিট বাঙালিয়ানা। জামাইষষ্ঠী স্পেশালে (Jamai Sasthi Special) রয়েছে মাটন দই বড়া,কাশ্মীরি পোলাও,কষা মাংস ,মাটন রোস্ট, মাহি রোস্ট, প্রন থারমিন্ডার।

Image - Jamai Sasthi Special: গানে-ভোজনে জমে যাবে, দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি জামাইভোজ


সামার স্পেশাল ফ্রেশ ফ্রুট ককটেলে রয়েছে ,ম্যাঙ্গো লাস্ট, ম্যাঙ্গো ট্যাঙ্গো,গ্রেপভাইন, ব্যানানা শেক,কিউইলিটিয়াস। সিগনেচর মকটেলে থাকছে গোয়াভা হরি মির্চ , স্পাইসি আলফানসো।

• কোথায় এই রেস্তরাঁ? খরচ কেমন?

১২২ এ,সাদার্ন অ্য়াভেনিউয়ের সেভেন্থ ফ্লোরে এই হোয়াটস অ্যাপ ক্যাফে। থ্রি ডেক ক্যাফের ডেকে বসে পুরো দক্ষিণ কলকাতার ছবি দেখতে দেখতে পছন্দের খাবার খেতে পারেন।আবার এসিতে ঠান্ডায় বসে খেতে চাইলে তারও ব্যবস্থা আছে। দুজনের খেতে খরচ হবে ট্যাক্স ছাড়া বারো’শো টাকার মতো। পানীয়ের দাম আলাদা।

You might also like