Latest News

এই শীতেই কলকাতায় মিলবে রকমারি ডিমসাম, জেনে নিন কোথায়

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় চিনে খাবার ডিমসাম। আর এই শীতে গরমাগরম ডিমসাম খেতে পছন্দ করেন না এমন ভোজনরসিক মানুষ বোধহয় খুব কমই আছেন কলকাতায়। ঠিক তাঁদের কথা মাথায় রেখেই এবার ‘এশিয়া এশিয়া এশিয়া’ (৩৭, ডিএন ব্লক, সেক্টর ৫, সল্টলেক, কলকাতা ৭০০০৯১) রেস্তরাঁয় ‘ইট’স রেইনিং ডিমসামস’ নামে শুরু হয়ে গেল ডিমসাম উৎসব।এই ফেস্ট চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভেজ, ননভেজ মিলিয়ে দশ রকমেরও বেশি জিভে জল আনা রকমারি ডিমসাম মিলবে এই ফেস্টে, যা আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য। যার মধ্যে অন্যতম- ব্রকোলি অ্যান্ড ক্যাশিউ ডাম্পলিং, অ্যাসর্টেড ভেজ ডাম্পলিং, থাই গোল্ডেন ব্যাগস, চিকেন চেস্টনাট ডাম্পলিং, সাংহাই স্পাইসি চিকেন অ্যান্ড মাশরুম ডাম্পলিং, মিক্স সি-ফুড সুই মাই,রোস্টেড পর্ক বাও, চকোলেট ডিমসাম। এছাড়া রয়েছে ভেজ, ননভেজ জিভে জল আনা আরও নানান বিশেষ আইটেম, যা টেবিল গ্রিল বুফে মেন্যুতে পাওয়া যাবে। ভাবছেন খরচ কত?সোম- বৃহস্পতি ভেজ বুফে ৭০০টাকা +কর(১জন) এবং নন ভেজ হলে ৮০০ টাকা +কর (১জন)। তবে শুক্র-রবি ভেজ বুফের খরচ ৭৫০ টাকা +কর (১জন) হলেও ননভেজ বুফের খরচ পড়বে ৮৫০ টাকা +কর (১ জন)। তবে আর দেরি কেন? পারলে আজকে টেবিল বুকিং-এর জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বরে-
ফোন: ৯৯০৩১০০৮৮৬।
ডাইনিং এর সময়: দুপুর ১২ টা- বিকেল ৪ টে, সন্ধ্যে ৬ টা- রাত ১১ টা।

You might also like