
দ্য ওয়াল ব্যুরো: এনআইসি অনেস্টি ন্যাচারাল আইসক্রিম (Ice Creams) প্রথম বাজারে আসে ২০১৫ সালে। সেই থেকেই তার জয়যাত্রা শুরু। টাটকা ফলমূল আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই আইসক্রিমের স্বাদে রকমারি ভ্যারাইটি। খাঁটি দুধ আর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বলে এই আইসক্রিমের স্বাদ বাজার চলতি আইসক্রিমের থেকে একেবারে আলাদা।

এই গরমে নিকের নতুন সংযোজন চিকু (সবেদা) , জ্যাক ফ্রুট (কাঁঠাল ) ও বেলজিয়ান চকোলেট। ওয়ালকো ফুড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সঞ্জীব ইন্দর শাহ বললেন , নতুন ফ্লেভার তৈরির সময় তাঁরা প্রচুর এক্সপেরিমেন্ট করেন, যাতে এই প্রজন্মের ছেলেমেয়েদেরও ভালো লা এবং ছোটরাও খেয়ে মজা পায়। অনেক রকম প্রাকৃতিক উপাদান মিলিয়ে মিশিয়ে ক্রিয়েটিভ ফ্লেভার তৈরি করেন ডেজার্ট স্পেশালিস্ট শেফরা। আরও তিনটি ফ্লেভার নিয়ে কাজ চলছে , স্পাইসি গোয়াভা ( পেয়ারা), কালা জামুন (কালো জাম) আর লিচি (লিচু )। মাসখানেকের মধ্যেই এগুলো বাজারে আসবে।

তবে আপাতত যে তিনটে নতুন ফ্লেভারে এই আইসক্রিম পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে সব থেকে অন্য রকম স্বাদ জ্যাক ফ্রুট আইসক্রিমের। চিকু আইসক্রিম (Ice Creams) সবেদার স্বাদগন্ধে ভরপুর।

আর বেলজিয়ান চকোলেট ?এর নাম শুনেই জিভে জল আসে না , এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই এনআইসি অনেস্টি ন্যাচারাল আইসক্রিমের এই বেলজিয়ান চকোলেট ফ্লেভার সবাই পছন্দ করছেন। এবার আসি দামের প্রসঙ্গে। এনআইসি অনেস্টি ন্যাচারাল আইসক্রিমের দাম ৭০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। সুইগি এবং জোম্যাটোতে অর্ডার করতে পারেন এই আইসক্রিম। বিভিন্ন জায়গায় এনআইসি-র কাউন্টার ও কিয়স্ক তো আছেই, এছাড়া নিউ টাউনে আছে এনআইসি অনেস্টি ন্যাচারালের আউটলেট।