
পরামর্শে এস্থেটিশিয়ান গৌরী বোস

চোখই মুখের আয়না। তাই মেকআপের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল চোখের মেকআপ (Eye Makeup)। চোখ সুন্দর হলে তা সঠিক মেকআপের মাধ্যমে হাইলাইট করতে হবে। চোখের কোনও খুঁত থাকলে তাও আই মেকআপের মাধ্যমে সংশোধন করতে হবে। এর জন্য আই লাইনার,মাসকারার ব্যবহার সঠিক হতে হবে। আজকাল অনেকেই রোজ ওয়াটারপ্রুফ আই মেকআপ লাগান। এটা ঠিক নয়। কিছু পেশার ক্ষেত্রে এটা প্রতিদিন লাগাতেই হয়। যাঁরা মাঝেমাঝে লাগান ,তাঁদেরও কিছু সাবধানতা নেওয়া দরকার। কী কী জানাই আপনাদের।
• রোজ ওয়াটারপ্রুফ (Eye Makeup) আই লাইনার ,মাসকারা না লাগিয়ে সাধারণ আই মেকআপ লাগানো ভাল।
• যদি কয়েক ঘণ্টা পরে আই মেকআপ নষ্ট হয়ে গেছে মনে হয়,তাহলে টাচ আপ করে নেবেন।

• ওয়াটারপ্রুফ মাসকারা ও আই লাইনারে এমন কিছু কেমিক্যাল থাকে যা চোখের পাতায় এবং চোখের ওপরের ত্বকে বসে যায়। সহজে উঠতে চায় না। বেশিক্ষণ এই কেমিক্যাল লাগিয়ে রাখবেন না।
• বাড়ি ফিরেই আই মেকআপ রিম্যুভার দিয়ে আই লাইনার ,মাসকারা তুলে ফেলবেন।
• আই লাইনার ও মাসকারা তোলার সময় খেয়াল রাখবেন চোখের ভেতর যেন না ঢোকে।

• সাধারণ আই মেকআপ রিম্যুভার (Eye Makeup) দিয়ে মুছলে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ উঠবে না। খুব ঘষাঘষি করতে হবে। তাই ওয়াটারপ্রুফ আই মেকআপ রিমুভ করার জন্য যে বিশেষ রিমুভার পাওয়া যায় , সেটা ব্যবহার করুন।
• চোখের ওপরের ত্বক খুব কোমল। তাই প্রতিদিন জোরে ঘষে মেকআপ তুললে রিংকলস পড়ে যাবে।আর আইল্যাশও ঝরে যাবে।

• মেকআপ রিম্যুভার দিয়ে চোখ পরিস্কার করার পর অবশ্যই ঠান্ডা জলের ঝাপটা দিয়ে চোখ মুখ ধুয়ে নেবেন।
• যাঁরা রোজ আই মেকআপ করেন ,তাঁরা অবশ্যই রোজ রাতে শুতে যাওয়ার আগে চোখের পাতায় আইল্যাশ কেয়ার লোশন লাগাবেন।
• চোখের চারপাশে ও ওপরে আন্ডার আই ক্রিম লাগিয়ে আলতো করে মাসাজ করবেন। মিনিট কুড়ি রেখে মুছে ফেলবেন।
• সপ্তায় অন্তত একটা দিন মুখে কোনও মেকআপ লাগাবেন না। এতে ত্বকের রোমকূপ স্বভাবিকভাবে ব্রিদ করবে। ত্বকের স্বাস্থ্য ভাল থাকবে।
• কোনও আই মেকআপ লাগানোর পর যদি চোখ কুটকুট করে বা চোখের ওপরের ত্বক চুলকোয় বা লাল হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন।
• আই ল্যাশ ঝরে যাওয়া ,চোখের চারপাশের ত্বকে কালচে ছোপ বা রিংকলসের সমস্যার সমাধানে যোগাযোগ করতে পারেন বিউটি থেরাপিস্টের সঙ্গে।
যোগাযোগ: শাকম্ভরী ,শ্যামবাজার। ফোন: ৭০০৩৮৯৩৮৮৩