হলি রিভা ও বিক্রম ঘোষ
শেষ আপডেট: 24 April 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল জনপ্রিয় হলিউড গায়িকা হলি রিভারের দীর্ঘ প্রতীক্ষিত অ্যালবাম 'চেজ লাইক অ্যান অ্যানিম্যাল।' যাতে কাজ করেছেন তবলা-বাদক তথা পারকাশান মায়েস্ত্র বিক্রম ঘোষ। এই উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি হল শহরের বিলাসবহুল নাইটক্লাব 'টল টেলস'-এ।
ওই দিন হলি রিভা স্টেজে উঠে গানটি সরাসরি গেয়ে শোনান সকলকে। উচ্ছ্বসিত হন দর্শকরা। গানে আলাদা মাধুর্য যোগ করেছিল বিক্রম ঘোষের অনবদ্য বাজনা।
দেশীর সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির মিলনে গড়ে ওঠা আন্তঃসাংস্কৃতিক এই গোটা বিষয়টি বহু মানুষের মন ছুঁয়ে যায়। সহযোগিতার বিষয়ে হলি রিভা বলেন, 'চেজ লাইক অ্যান অ্যানিম্যাল মানে মুক্তি, স্বাভাবিক প্রবৃত্তিকে আলিঙ্গন করা এবং প্রতিটি তালের স্পন্দন অনুভব করা। বিক্রমের সঙ্গে কাজ অসাধারণ—ওঁর রিদম এমন এক ভাষায় কথা বলে যা সঙ্গে সঙ্গেই দুই সংস্কৃতির মধ্যে সংযোগ গড়ে তোলে।'
'চেজ লাইক অ্যান অ্যানিম্যাল' হলি রিভারের কেরিয়ারের যে একটা সাহসী পদক্ষেপ তা উন্মোচনের দিনের আবহাওয়াই বলে দিচ্ছিল।