
আসলে আজও আপামর ভারতবাসীকে সুরের জাদুতে যিনি আবিষ্ট করে রেখেছেন তিনি হেমন্ত মুখোপাধ্যয় (Hemanta Mukhopadhyay)। এই কিংবদন্তি সঙ্গীত সাধককে বহু বছর ধরে খুব কাছ থেকে দেখেছিলেন সাংবাদিক সুমন গুপ্ত। শুধু কাছ থেকে দেখেছিলেন বললে ভুল হবে ,হেমন্ত মুখোপাধ্যয়ের সঙ্গে দাদা ভাইয়ের মতো অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। তাই শুধুই গায়ক হেমন্ত নয়,ব্যক্তি হেমন্তর জীবনের অনেক অজানা তথ্য উঠে এসেছে সুমনের লেখনীতে।
Mrinal Sen-Kaushik Ganguly: মৃণাল সেনকে জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য, আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান ‘
প্রসঙ্গত উল্লেখ্য, দু’বছর ধরে একটি বাংলা মাসিক পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল সুমন গুপ্তর লেখাটি। শিরোনাম ছিল -জীবনপুরের পথিক’। সেই লেখাটিকেই পরিবর্ধন ও পরিমার্জন করেছেন লেখক। দীপ প্রকাশন থেকে ‘ কিংবদন্তি সঙ্গীত সাধকের অন্তরঙ্গ জীবন কথা-হেমন্ত মুখোপাধ্যায়’ (Hemanta Mukhopadhyay) নামে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
বইটির পাতায় পাতায় ছড়িয়ে আছে শিল্পীর বর্ণময় সঙ্গীত জীবনের নানান রোমাঞ্চকর ঘটনা যা আগে কখনও প্রকাশিত হয়নি। আবার পাঠক একান্ত পারিবারিক হেমন্তকেও পাবেন এই বইয়ের ছত্রে ছত্রে । হেমন্ত -ঘনিষ্ঠ সাংবাদিক সুমন গুপ্তর সরল সাধাসিধে লেখার ভঙ্গিমা কিংবদন্তি শিল্পীকে পাঠকের মনের কাছে পৌছে দিয়েছে। করোনা আবহে নিশ্চুপেই কেটে গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukhopadhyay) মতো মহাগায়কের জন্ম শতবর্ষ। পরিবেশ কিছুটা স্বাভাবিক হতেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন লেখক সুমন গুপ্ত। এবার বইমেলাতেই দীপ প্রকাশন থেকে ‘হেমন্ত মুখোপাধ্যায়’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। বইটিতে অসংখ্য এক্সক্লুসিভ ছবি আছে। দাম ৩০০ টাকা।