শেষ আপডেট: 6th December 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তারই মধ্যে অনেক ফিচার ইতিমধ্যেই জনপ্রিয়। বর্ষশেষে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় আপডেট নিয়ে এল। এই নতুন ফিচারে চ্যাট ইন্টারফেসে পরিবর্তন এসেছে একাধিক। চ্যাটকে আরও প্রাণবন্ত করে তুলতে হোয়াটসঅ্যাপের এই ফিচার ভালবাসছেন সকলে।
টাইপিং ইন্ডিকেটর
কিছুদিন আগেই হোয়াটস অ্যাপ আপডেটের পর দেখা যায় চ্যাটে টাইপিং ইন্ডিকেটর এসেছে। ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপেও এই ইন্ডিকেটরের সাহায্যে দেখা যাচ্ছে কে কে টাইপ করছে। তিনটে ডট আসছে ভাসমান অবস্থায়। 'টাইপিং' লেখা দেখানোর বদলে কেউ টাইপ করলে এই ডট আসছে।
অডিও ইন্টিকেটর
টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্য়াটে দেখা যাচ্ছে। এই সব ফিচার অনেক বেশি প্রাণবন্ত করছে বোরিং চ্যাটকেও।
টাইপিং ইন্ডিকেটরের সঙ্গে ব্যক্তির ছবি
টাইপিং ইন্ডিকেটরের শুরুতে নাম দেখালেও চ্যাটে ফের পরিবর্তনের ফলে কিছুদিন ধরে নামের সঙ্গে বা কখনও নামের বদলে ছবিও দেখাচ্ছে। কে চ্য়াট করছেন, তাঁর ছবি দিয়ে টাইপিং ইন্ডিকেটর দেখাচ্ছে। হোয়াটস অ্যাপ গ্রুপে অনেকে মিলে কিছু টাইপ করলে আগে যেমন অনলাইনের জায়গায় নাম দিয়ে টাইপিং দেখাত, বার বার নাম পাল্টে যেত, সেটা আর হচ্ছে না। বদলে ৩-৪ জন টাইপ করলে তাদের ছবি দেখাচ্ছে।