শেষ আপডেট: 25th September 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: ভিভো ভারতে একটি নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ই লঞ্চ করেছে। এতে মিডিয়াটেকের ডাইমেনশন ৭৩০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার এবং সেলফি ক্যামেরা ৫০ এমপি।
এই ফোনটিতে ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে প্যাক করা হয়েছে। এটি দু'টি রঙ এবং দু'টি স্টোরেজে বাজারে এসেছে। কোম্পানিটি এর আগে ভারতে ভিভো ভি৪০ এবং ভি৪০ প্রো লঞ্চ করেছিল। এবার তারই আপগ্রেড ভার্সন বাজারে আনল।
ভারতে এর দাম কত?
৮জিবি + ১২৮জিবি মডেলের জন্য ভারতে ভিভো ভি৪০ই-এর দাম ২৮,৯৯৯ টাকা। ৮জিবি + ২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। এটি মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ কালার অপশনে পাওয়া যাবে।
২ অক্টোবর থেকে, এটি ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ই-স্টোর থেকে কেনা যাবে। এইচডিএফসি এবং এসবিআই কার্ড ব্যবহারকারীদেরও ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
দুর্দান্ত ক্যামেরা রয়েছে
ভিভো ভি৪০ই-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান সেন্সরটি একটি ৫০-মেগাপিক্সেল সনি ক্যামেরা। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। এটিতে একটি ৮ এমপি আল্ট্রা-ওয়াইড শ্যুটার দেওয়া হয়েছে। সামনের ক্যামেরাটি ৫০ এমপি।