শেষ আপডেট: 16th September 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: ভিভো তাদের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লঞ্চ করতে চলেছে পুজোর আগেই। তবে কোম্পানিটি লঞ্চের তারিখ নিয়ে মুখ খোলেনি। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকে ফোনটি নিয়ে আসবে। তারিখ জানা না গেলেও ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।
ভিভো ভি৪০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:
ফোনটিতে অ্যান্ডরয়েড ১৪ ব্যবহার করা হয়েছে। এর লুক আর ডিজাইন প্রিমিয়াম। এতে একটি পাতলা ৩ডি কার্ভড ডিজাইন রয়েছে। কোম্পানির মতে, ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন। ফোনটিতে একটি ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তার রিফ্রেশ রেট ১২০এইচজেড।
ফোনে ৫০এমপি প্রধান ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে। এছাড়া সামনের ৫এমপি ক্যামেরা সেন্সর থাকবে। ফোনের সামনে একটি ১৬এমপি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ক্যামেরা সেন্সর থাকবে। এর পুরুত্ব ৭.৫ মিমি হবে। এছাড়াও ওজন হতে পারে ১৮২ গ্রাম। ফোনটিতে স্টেরিও স্পিকার এবং ইউএসবি সি চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
দাম কত হবে?
ফোনের ৮ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা।