শেষ আপডেট: 17th February 2025 22:34
দ্য ওয়াল ব্যুরো: আবারও নতুন বাজেট ফোন নিয়ে হাজির হল ভিভো (Vivo)। শক্তিশালী স্ন্যাপড্রাগন সেভেন থার্ড জেনারেশন চিপসেট রয়েছে ফোনটিতে। মিলবে ৬,০০০ এমএএইচ ব্যাটারিও।
সোমবার ভারতে লঞ্চ হল Vivo V50। সর্বোচ্চ দাম ৪০,৯৯৯ টাকা। একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। সেই অনুযায়ী দাম কম-বেশি হতে পারে।
কী কী ফিচার রয়েছে এই নতুন ফোনে? দেখে নিন
৬.৭৭-ইঞ্চির ফুল এইচডি+ কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট ১২০হার্জ এবং ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস।
ভিভোর ফানটোস অপারেটিং সিস্টেম ১৫ দেওয়া হয়েছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট রয়েছে।
সর্বোচ্চ ১২জিবি LPDDR4X র্যাম ও ৫১২জিবি UFS ২.২ স্টোরেজ রয়েছে।
সার্কেল টু সার্চের অপশন পাওয়া যাবে এই ফোনে।
ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট (ভয়েস টেক্সট-এ রূপান্তর করা যাবে)।
লাইভ কল ট্রান্সলেশন (রিয়েল-টাইম অনুবাদ করা যাবে)।
এরেজ ২.০ ও লাইট পোর্ট্রেট ২.০, যা ছবি এডিটিংকে অনেকটা সহজ করবে।
ভিভো মানেই দুর্দান্ত ক্যামেরা। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ফোনের পিছনে ৫০-মেগাপিক্সেল (OIS)+ ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। যাতে ঝকঝকে ছবি উঠবে।
এছাড়া ৬,০০০এমএএইচ ব্যাটারি + ৯০ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ডুয়াল ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস, ইউএসবি ৩.২ টাইপ-সি ফিচার রয়েছে।
এআই-এর যুগ। তাই এই ফোনেও এআই ফিচার দিয়েছে সংস্থা।
আইপি৬৮+আইপি৬৯ রয়েছে। যাতে জল বা ধুলো লাগলে সমস্যা হবে না।
সংস্থার তরফে দাবি করা হয়েছে Vivo V50 এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ফোন। মাত্র ৭.৩৯ মিমি। তাই ব্যবহার করতেও খুব বেশি সমস্যা হবে না।
ভারতে Vivo V50 পাওয়া যাবে
৩৪,৯৯৯ টাকায় ৮জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ
৮জিবি + ২৫৬জিবি ৩৬,৯৯৯ টাকায়
১২জিবি + ৫১২জিবি ৪০,৯৯৯ টাকায়।
ফোনটি ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ভিভো ই-স্টোরে পাওয়া যাবে। প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে।