শেষ আপডেট: 4th January 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল এখন সকলের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মোবাইল রিচার্জের খরচ অনেকের জন্যই মাথাব্যথার কারণ। একাধিক সিম ব্যবহার করেও প্রতিটি সিমে রিচার্জ করতে হয়, অথচ তা বেশ খরচবহুল হয়ে যাচ্ছে। আগে ১০-২০ টাকার রিচার্জ করা গেলেও, বর্তমানে ৩০০-৪০০ টাকার নীচে রিচার্জ অফার পাওয়া যায় না।
তবে, এই পরিস্থিতি আর বেশি দিন চলবে না। এবার মোবাইল রিচার্জের খরচ কমানোর জন্য কড়া নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া (ট্রাই)। দেশে ১২০ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারী থাকলেও, সকলেই ইন্টারনেট ব্যবহার করেন না। ট্রাই এবার সেই গ্রাহকদের সুবিধার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।
টেলিকম কোম্পানিগুলিকে ন্যূনতম ১০ টাকার রিচার্জ, ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ অফার করা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। এছাড়া, দুটি সিম ব্যবহারকারীদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুযোগ দিতে হবে। রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং বিএসএনএলসহ সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নতুন নিয়ম মানতে বলা হয়েছে।
জানা গেছে, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে, যার ফলে গ্রাহকদের জন্য রিচার্জ সস্তা হয়ে যাবে। ট্রাই আরও জানিয়েছে, দেশের ১৫ কোটি মানুষ ২জি ফিচার ফোন ব্যবহার করেন, যারা ইন্টারনেট সুবিধা পান না। তাদের জন্য আলাদা ভয়েস এবং এসএমএস স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রামীণ এলাকার গ্রাহকরাও কোনও সমস্যা ছাড়াই ফোন ব্যবহার করতে পারেন।
এছাড়া, প্রত্যেকটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অন্তত ১০ টাকার টপ-আপ ভাউচার আনার নির্দেশ দেওয়া হয়েছে, এবং বিশেষ ভাউচারে ৯০ দিনের বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান সরবরাহ করতে হবে।