শেষ আপডেট: 29th September 2024 19:03
দ্য ওয়াল ব্যুরো: পেট্রলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। কেনার আগে যেমন একগুচ্ছ প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, তেমনই কেনার পরেও অনেক প্রশ্ন থাকে। তার মধ্যেই একটি হল ইলেকট্রিক স্কুটারটিকে কীভাবে পরিষ্কার করতে হয়?
অন্য সব স্কুটার বা বাইকের মতো জল দিয়ে ধুতে গেলেই ব্যাটারিতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই সতর্ক হওয়া দরকার। ইলেকট্রিক স্কুটার পরিষ্কার করা একদমই কঠিন কাজ নয়। তবে কিছু বিশেষ দিকে নজর রাখতে হবে। নাহলেই বড় ক্ষতিক মুখোমুখি হতে হবে।
যেসব জিনিস মাথায় রাখবেন...
ইলেকট্রিক স্কুটারে বেশি জল ব্যবহার না করাই ভাল। অল্প পরিমাণ জল দিয়ে ঢুয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে কোনওভাবেই ব্যাটারিতে জল না ঢুকে যায়। অর্থাৎ স্কুটার পরিষ্কার করার সময় যাতে কোনওভাবেই জলের প্রেসার বেশি না থাকে।
এরপর একটি পুরনো টুথব্রাশ দিয়ে কোণগুলি পরিষ্কার রতে হবে। সবটাই খুব হালকা হাতে করা দরকার। যেমন পিছনের শক এবং ক্যালিপারগুলির ভিতরের অংশ ভাল করে ঘসতে হবে। প্রয়োজনে একটি ওয়াশিং স্পঞ্জ, একটি নরম কাপড় বা একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে সমস্ত অংশগুলিকে মুছে নেওয়া যেতে পারে।