শেষ আপডেট: 23rd October 2024 17:48
দ্য ওয়াল ব্যুরো: লুক থেকে শুরু করে ফিচার, গাড়ি কেনার সময় সব কিছুর দিকের নজর রাখেন অনেকে। তারপরে তো মাইলেজ আছেই। কিন্তু এত কিছুর মধ্যে নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। ভারতীয় বাজারে এমন অনেক গাড়ি রয়েছে, যেগুলি দেখতে দুর্দান্ত হলেও নিরাপত্তার দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে। তবে আজকে এমন চারটি গাড়ির সন্ধান দেওয়া হবে, যেগুলি নিরাপত্তার দিক থেকে সেরা।
টাটা অল্ট্রোজ
টাটা অল্ট্রোজ গাড়িটিতে ৫ স্টার অ্যাডাল্ট অকুপ্যান্ট প্রোটেকশন এবং ৩ স্টার চাইল্ড অকুপ্যান্ট প্রোটেকশন রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য এতে ডুয়াল এয়ারব্যাগ, ইবিডি এর সঙ্গে এবিএস, রিয়ার পার্কিং সেন্সর, কর্নারিং স্টেবিলিটি কন্ট্রোল, চাইল্ড সিট মাউন্ট এবং ব্রেক ওয়ে কন্ট্রোলের মত ফিচার রয়েছে। ভারতীয় বাজারে গাড়িটির দাম ৬,৫৯,৯৯৯ টাকা। এটি ভারতে থাকা অন্যান্য টাটার গাড়িগুলির মধ্যো খুব জনপ্রিয় একটি গাড়ি।
টাটা পাঞ্চ
এই গাড়িটি দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর একটি। এটি গ্লোবাল এনসিএপি থেকে ৫ স্টার রেটিং পেয়েছে। এতে রয়েছে অটোমেটিক হেডলাইট, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ক্রুজ কন্ট্রোল, অটো এয়ার কন্ডিশনার, কানেক্টেড গাড়ি প্রযুক্তি, ৭ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে এবং আরও অনেক ফিচার।
নিরাপত্তার জন্য এই গাড়িতে রেয়ার পার্কিং সেন্সর, রিয়ার-ভিউ ক্যামেরা, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ রয়েছে। এর দাম ৬ লক্ষ থেকে ৯.৫২ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম)। শুধু তা নয়, ফিচার ও স্পেসিফিকেশনের দিক দিয়েই এগিয়ে এই গাড়ি।
মাহিন্দ্রা এক্সইউভি ৩০০
মাহিন্দ্রা এক্সইউভি ৩০০ গাড়িটিতে নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি আগে। এই গাড়িটি ৫ স্টার রেটিং পেয়েছে। এতে রেইন সেন্সিং ওয়াইপার, অটো এসি, ক্রুজ কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডাবল কিক ডাউন শিফট, অ্যাডভান্সড ক্রিপ ফাংশন, সানরুফ এবং আরও অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। এর এক্স-শোরুম দাম ৮.৪১ লক্ষ টাকা থেকে শুরু হয় (এক্স-শোরুম)।