শেষ আপডেট: 4th December 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তারই মধ্যে অনেক ফিচার ইতিমধ্যেই জনপ্রিয়। বর্ষশেষে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিটা আপডেট নিয়ে এল। এই নতুন ফিচারে চ্যাট ইন্টারফেসে পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ ঠিক যে রকম চ্যাট লুক দেখতে ব্যবহারকারীরা অভ্যস্ত। তার থেকে বেশ কিছুটা অন্যরকমই দেখতে হবে। অন্তত হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ দেখে এমনটাই মত বিশেষজ্ঞদের।
ওয়াবিটাইনফো-এর রিপোর্ট অনুসারে, এই আপডেটটি বর্তমানে বিটা টেস্টারদের জন্যই চালু করা হবে। নতুন আপডেট আসলেও বিশেষজ্ঞদের ধারণা, এই সমীক্ষাগুলিতে থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন। অর্থাৎ, কেবল সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরাই এই সমীক্ষায় অংশ নিতে পারবেন। তবে আগামী দিনে আরও অনেক মানুষের কাছে এই নতুন ফিচার পৌঁছিয়ে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে।
আপডেট করা ফিচারে চ্যাটের ডিজাইনে বিশেষ কিছু পরিবর্তন করা হবে। তবে সেখানে সুরক্ষা নিয়ে কোনও রকম সমস্যা থাকবে না বলেই জানিয়েছে ওয়াবিটাইনফো। এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। অ্যান্ডরয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২৪.২৫.৮-এ প্রথম এই ফিচার দেখা গিয়েছে বলে জানানো হয়েছে।
শীঘ্রই সব গ্রাহকের ফোনে এই নতুন ফিচার পৌঁছে যেতে পারে। তবে বিটা টেস্টারদের ফোনে প্রথম এই ফিচার আসবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আপাতত বিটা ভার্সনে টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে এই হোয়াটসঅ্যাপ ফিচার। অন্য সংস্করণগুলিতেও শীঘ্রই এই বৈশিষ্ট্য আসতে পারে বলে মত বিশেষজ্ঞদের।