শেষ আপডেট: 27th September 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর সঙ্গে গোপন বিষয়ে আলোচনা করছেন। ছবি চালাচালি হচ্ছে। অথচ সন্দেহ হচ্ছে ব্যক্তিগত চ্যাটে কেউ নজর রাখছে। নিশ্চিত হবেন কী করে?
গোপনে আড়ি পাতলেই এবার ধরে ফেলতে পারবেন এক লহমায়। কীভাবে? হঠাৎ যদি দেখেন মেসেজের নোটিফিকেশন আসছে, অথচ কোনও আওয়াজ হচ্ছে না। তাহলেই বুঝতে হবে কোনও গণ্ডগোল আছে। পাশাপাশি সাবধান হতে হবে যখন দেখবেন কোনও অপরিচিত বিষয়ে নোটিফিকেশ আচমকা ঢুকে পড়ছে আপনার মোবাইলে।
সাবধান হন, যদি কখনও ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করেন। মনে করে তা লগ আউট করতে ভুলবেন না। সেটিংস-এ গিয়ে দেখে নিন কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা আছে। যদি দেখেন অবাঞ্ছিত লগ ইন হয়ে রয়েছে, তা হলে দ্রুত এক ক্লিকেই সেখান থেকে লগ আউট করে ফেলুন।
পাশাপাশি খেয়াল রাখুন নিজের ফোনে ইনস্টল করা অ্যাপগুলোতেও। যদি দেখেন অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল হয়ে আছে, তাহলে সেগুলো আন ইনস্টল করে ফেলুন।
আরও নিশ্চিত হতে খেয়াল রাখুন, কেউ যদি কোনও লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে তাড়াহুড়ো করে ক্লিক করে ফেলবেন না। এখন অনেকেই টেলিগ্রাম ব্যবহার করেন। সেখানে সিনেমার নামে যদি কোনও লিঙ্ক এসেও যায়, তাহলে বুঝে শুনে তাতে ক্লিক করুন।