স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ
শেষ আপডেট: 28th September 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: স্যামসাং ভারতের বাজারে তাদের নতুন ডিভাইস লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজটিকে বাজারে নিয়ে এল। এই সিরিজে, দু'টি ডিভাইস রয়েছে। একটি হল গ্যালাক্সি ট্যাব এস১০+ এবং গ্যালাক্সি ট্যাব এস১০ আলট্রা। দু'টি ডিভাইসেই এআই বৈশিষ্ট্য রয়েছে। এতে অ্যামোলেড ডিসপ্লে, গ্যালাক্সি এআই, দুর্দান্ত প্রসেসর এবং এস-পেনের সাপোর্ট রয়েছে। দু'টি ডিভাইসই বর্তমানে প্রি-অর্ডার করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজের দাম কত?
গ্যালাক্সি ট্যাব এস১০+ এর ওয়াইফাই ভ্যারিয়েন্টের দাম ৯০,৯৯৯ টাকা থেকে শুরু। এই দামে ডিভাইসটির ১২জিবি ব়্যাম + ১৫৬জিবি স্টোরেজ কনফিগারেশন পাওয়া যাবে। এর ৫জি ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,০৪,৯৯৯ টাকা। গ্যালাক্সি ট্যাব এস১০ আলট্রা ১,০৮,৯৯৯ টাকা।
এই দাম ট্যাবলেটের ৫১২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯৯৯ টাকা। এর ৫জি মডেলের দাম ১,২২,৯৯৯ টাকা এবং ১,৩৩,৯৯৯ টাকা। দু'টি ডিভাইসই প্রি-অর্ডার করা যাবে।
স্পেসিফিকেশন কী?
গ্যালাক্সি ট্যাব এস১০+ এ রয়েছে একটি ১২.৪-ইঞ্চি অ্যামালেড ডিসপ্লে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেন লেন্স ১৩এমপি এবং সেকেন্ডারি লেন্স ৮এমপি। সামনে একটি ১২এমপি সেলফি ক্যামেরা রয়েছে।
গ্যালাক্সি ট্যাব এস১০ আলট্রা-তে ১৪.৬-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ওয়াইফাই এবং ৫জি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। এতে ১৩এমপি + ৮এমপি এর ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। সামনে একটি ১২এমপি ডুয়াল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।