শেষ আপডেট: 14th September 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপল আইফোন ১৬ নতুন সিরিজ বাজারে আসার পর থেকে বিভিন্ন কোম্পানিগুলো তাদের ফ্ল্যাগশিপ ফোনের উপর ছাড় দিচ্ছে। সেই তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সিও। কোম্পানিটি তাদের অত্যধিক জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা-এর উপর প্রচুর ছাড় দিচ্ছে।
তাই ফোনটি কেনার প্ল্যান করে থাকলে, এই অফার হাতছাড়া না করাই ভাল। কারণ অফারে ফোনটি 20 হাজার টাকা কমে কেনা যাবে। দেখে নেওয়া যাক কোথায় এই অফার দেওয়া হচ্ছে। আর ফোনটির উপর কী কী অফার আছে।
১২ সেপ্টেম্বর থেকে এই অফার শুরু হয়ে গিয়েছছে। বেশ কয়েকদিন ধরে চলবে অফারটি। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। এই ফোনে এআই ফিচার দেওয়া হয়েছে। এতে স্পিচ টু টেক্সট ট্রান্সক্রাইবারের মতো অনেক ফিচারও পাওয়া যাবে। এছাড়াও, অন্যান্য এআই বৈশিষ্ট্যগুলিও পাবেন।
কত টাকায় কিনতে পারবেন?
কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা-এ ২০ হাজার টাকার অফার দিচ্ছে। এতে ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং ১২ হাজার টাকার অতিরিক্ত আপগ্রেড বোনাস দেওয়া হচ্ছে। ১২ হাজার টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক অফারও রয়েছে।
এতে ২৪ মাসের নো-কস্ট ইএমআই-এর অপশনও রয়েছে। ফোনট্র আসল দাম ১,২৯,৯৯৯ টাকা। তবে এত টাকা খরচ করে ফোনটি কিনতে হবে না। ছাড়ের পর এই ফোনের দাম হবে মাত্র ১,০৯,৯৯৯ টাকা।