শেষ আপডেট: 19th September 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: ফ্লিপকার্টে 'বিগ বিলিয়ন ডে' সেল শুরু হতে চলেছে। প্রতিবছর পুজোর আগেই এই দুর্দান্ত সেল নিয়ে হাজির হয় সংস্থাটি। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেল। 'ফ্লিপকার্ট প্লাস'-এর সদস্যরা ২৪ ঘন্টা আগে, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে সেলের সমস্ত অফার পাবে।
ফ্লিপকার্টের এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচ, স্মার্ট টিভি এবং অন্যান্য অনেক জিনিসের উপর বিশাল ছাড় পাওয়া যাবে। গুগল পিক্সেল ৮ ও স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর উপর প্রচুর অফার দেওয়া হবে। শুধুই যে এই দুই স্মার্টফোন, তা কিন্তু নয়। সেলে আরও অনেক ৫জি ফোনই ছাড়ে পাওয়া যাবে।
কোন কোন স্মার্টফোনে ছাড় দেওয়া হবে?
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৮-এর ৮জিবি ব়্যাম ও ১২৮জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটিতে ৪০,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। এই ফোনটির আসল দাম ৭৫,৯৯৯ টাকা। কিন্তু বছরে একবারই এই সেলে যে কোনও ফোনের দাম এতটা কমায় ফ্লিপকার্ট।
এবার আশা যাক, স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর কথায়। এই স্মার্টফোনটির ৮জিবি ব়্যাম ও ১২৮জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটি 40 হাজার টাকার কম দামে পাওয়া যাবে। ফোনটির আসল দাম হল ৭৪,৯৯৯ টাকা। সেখানে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে।
এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর বেস ভ্যারিয়েন্টটি ৩০ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। ফোনটির আসল দাম ৭৯,৯৯৯ টাকা। আর পোকো এক্স৬ প্রো ৫জি ফোনটি ২০ হাজার টাকারও কম দামে এই সেলে বিক্রি করা হবে। সেই সঙ্গে সব ক'টি ফোনেই থাকবে আরও অনেক অফার। ডিসকাউন্ট ছাড়াও, ব্যাঙ্ক অফারেরও ব্যবস্থা থাকবে এই সেলে।