শেষ আপডেট: 14th October 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: দীপবলির আগে ই-কমার্স সাইটগুলি বিভিন্ন অফার এনে হাজির করেছে। তার মধ্যে মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবেতেই ছাড় পাওয়া যাচ্ছে। তাই নতুন ফোন কেনার প্ল্যান করে থাকলে, এই ফোনটিকে তালিকায় রাখতেই পারেন। স্যামসাং এর একটি প্রিমিয়াম ফোনের উপর প্রচুর টাকা ছাড় পাওয়া যাবে।
স্যামসাং-এর এস সিরিজটি হল প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। এই সিরিজে, স্যামসাং বিপুল নতুন নতুন ফিচার ও স্পেসিফিকেশন ব্যবহার করেছে। ফলে দামও অনেকটাই বেশি। তবে এই সিরিজের একটি প্রিমিয়াম স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি অনেক কম টাকায় কিনে নেওয়া যাবে।
ফোনটি যখন প্রথম বাজারে লঞ্চ করেছিল, তখন এর দাম অনেকটাই বেশি ছিল। যত দিন যাচ্ছে, ফোনের দাম ক্রমশ কমেই যাচ্ছে। এই ফোনের আসল দাম ৮৯,৯৯৯ টাকা। কোম্পানি এই ফোনটি ২০২৩-এর জানুয়ারিতে লঞ্চ করেছে। তবে দীপাবলির অফারে এই ফোনটি ফ্লিপকার্টে মাত্র ৩৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এই ফোনে অনেক ধরনের ডিসকাউন্ট ও অফার দেওয়া হচ্ছে। এতে ফোনের দাম আরও অনেকটা কমে যাবে।
কী কী অফার রয়েছে?
এই ফোনে কিছু ব্যাঙ্ক অফার রয়েছে। সেই সব ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। তাছাড়া এই ফোনে ৩৬,৭০০ টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই অফারে পুরনো ফোনটি দিলেই নতুন ফোনে এই টাকা ছাড় পাওয়া যাবে।
তবে এর জন্য মানতে হবে একটি শর্ত। তা হল পুরনো ফোনটির অবস্থা একদম ভাল থাকতে হবে। তবেই পুরো টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি মাত্র ৬,৬৬৭ টাকার ইএমআই-তেই কিনে নেওয়া যাবে।