শেষ আপডেট: 26th September 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে স্যামসাং একের পর এক সস্তার স্মার্টফোন বাজারে আনছে। এবার স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি নামের একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ হল। ফলে যদি পুজোর আগে কম দামে একটি সস্তার ফোন কেনার প্ল্যান থাকে, তাহলে একটি তালিকায় রাখাই যেতে পারে।
এতে মিডিয়াটেক ডাইমেনশন প্রসেসর, ৮জিবি পর্যন্ত ব়্যাম এবং ৬০০০এমএএইচ ব্যাটারি রয়েছে। দেখে নেওয়া যাক আর কী কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। কোম্পানির মতে, ফোনটিতে চার বছরের জন্য ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের জন্য সিকিওরিটি আপডেট পাওয়া যাবে। ই-কমার্স সাইটে অনেক অফারও পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি প্রাইম এডিশনের স্পেসিফিকেশন:
এই ফোনটিতে ৯০এইচজেড রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনশন ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি অ্যান্ডরয়েড ১৪ এর উপর ভিত্তি করে ওয়ান ইউআই ৬.০-এ কাজ করে।
এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে, ফোনের পিছনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে, সেই সঙ্গে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য সামনে একটি ১৩-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে।
ভারতে দাম কত?
এই ফোনের ৪জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা, ৬জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা এবং ৮জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও আপনি অ্যামাজব থেকে এই ফোনটি কেনা যাবে। এই ফোনটি ব্লু টোপাজ, সেলেস্টিয়াল ব্লু এবং স্টোন গ্রে রঙে বাজারে আনা হয়েছে।