শেষ আপডেট: 23rd September 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বাজারে ৪০০ সিসির বাইকের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। ফলে টু-হুইলার কোম্পানিগুলিও প্রস্তুত। সম্প্রতি ট্রায়াম্ফ লঞ্চ করেছে সবচেয়ে কম দামের স্পিড ৪০০ টি৪ বাইক, যার দাম মাত্র ২.১৭ লক্ষ টাকা।
যদিও বাজাজ অটো এবং হিরো মটোক্রপ-এর ভারতীয় বাজারে ৪০০ সিসি সেগমেন্টে সস্তা বাইক রয়েছে। এমনই কয়েকটি সস্তার ৪০০ সিসির বাইকের খোঁজ দেওয়া হবে। দেখে নেওয়া যাক সেই তালিকা।
বাজাজ পালসার এনএস৪০০জেড
বাজাজ অটো ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার ৪০০ সিসি বাইক নিয়ে এসেছে। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। বাইকটির নাম রাখা হয়েছে বাজাজ পালসার এনএস৪০০জেড। দাম ১.৮৫ লক্ষ টাকা।
হিরো ম্যাভারিক ৪৪০
হিরো মটোক্রপ-এর সবচেয়ে শক্তিশালী বাইক ম্যাভরিক ৪৪০-এর এক্স-শোরুম দাম ১.৯৯ লক্ষ টাকা থেকে ২.২৪ লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে। দাম কত হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে।
বাজার ডমিনার ৪০০
বাজাজ অটোর শক্তিশালী বাইক ডমিনার ৪০০-এর এক্স-শোরুম মূল্য ২.৩২ লক্ষ টাকা। বাইকটি সর্বোচ্চ ৪০ পিএস শক্তি উৎপন্ন করতে পারে।