শেষ আপডেট: 22nd September 2024 14:58
দ্য় ওয়াল ব্যুরো: রয়্যাল এনফিল্ডের ফ্যানবেস সব সময়ই আলাদা। ফলে নতুন কোনও মডেল এলেই তার জনপ্রিয়তা থাকে তুঙ্গে। চলতি বছরেই ভারতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। এই বাইকের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এটিকে দেখা গিয়েছে ব্রিটেনে।
তাও আবার কোনও কভার ছাড়াই। বাইকটির অনেক ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিজাইন নজর কেড়েছে বাইক প্রেমীদের। তবে সমস্ত ফিচার সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে। দেখে নেওয়া যাক রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এ ঠিক কেমন হতে চলেছে।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ পরীক্ষার সময় দেখা গিয়েছে। এটিকে দেখতে অনেকটা ক্লাসিক ৩৫০-এর মতো। এতে রয়েছে গোল এলইডি হেডলাইট, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, কার্ভড ফেন্ডার এবং ত্রিভুজাকার সাইড প্যানেল। এর পাশাপাশি মেরুন ও ক্রিম রঙে দেখা গিয়েছে বাইকটি।
এখানেই শেষ নয়। একই সঙ্গে এর ফুয়েল ট্যাঙ্কে প্রচুর ক্রোম ব্যবহার করা হয়েছে। আশা করা হচ্ছে, ক্লাসিক ৬৫০ ভারতে আরও অনেক রঙে আসবে। তবে এখনই সেই সম্পর্কে মুখ খোলেনি কোম্পানি।
বাইকের বডিওয়ার্কের নীচে একটি টিউবুলার স্টিলের ফ্রেম রয়েছে, যা টেলিস্কোপিক ফর্ক এবং টুইন শকের সঙ্গে লাগানো হয়েছে। পরীক্ষার সময় ক্লাসিক ৬৫০-এ ওয়্যার-স্পোক রিমগুলি দেখা গিয়েছে। এতে টিউব-টাইপ টায়ার থাকতে পারে। এর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক থাকবে বলেই আশা করা হচ্ছে।
বাইকের ইঞ্জিনটি ৬৪৮ সিসির। এটি এয়ার অ্যান্ড অয়েল-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিনের সাহায্যে চলবে। এলইডি হেডলাইট এবং টেইল লাইট, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ট্রিপার নেভিগেশনের মত ফিচার এই বাইকে দেখা যাবে।