শেষ আপডেট: 9th September 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: ওয়্যারলাইন সেগমেন্টে রিলায়েন্স জিও বাংলার প্রথম অপারেটর হিসেবে উঠে এসেছে। বেঙ্গল টেলিকম সার্কেলে এই সংস্থাটি এখনও পর্যন্ত রেকর্ড গ্রাহক সংখ্যা অতিক্রম করেছে। ২০২৪ সালের জুন মাসে প্রকাশিত টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) ডেটা অনুযায়ী, শুধু বাংলায় কোম্পানিটি ৩ লক্ষ গ্রাহক সংখ্যা অতিক্রম করেছে।
জিও ফাইবার ও জিও এয়ার ফাইবারের মাধ্যমে দিনের পর দিন প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই টেলিকম সংস্থা। ৩জি থেকে যাত্রা শুরু করে ৪জি, আর তারপরে ৫জি-তে নিয়ে এসেছে। ফলে একথা বলাই যায়, গত ৮ বছরে নিজেদের নেটওয়ার্কে বিশাল পরিবর্তন এনেছে। জিও ফাইবার ও জিও এয়ার ফাইবার এখন প্রচুর বাড়িতে পরিষেবা দিচ্ছে। তার ফলাফল হিসেবে শুধু ওয়্যারলাইন সেগমেন্টে ৩ লক্ষ সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছে কোম্পানিটি। অন্যদিকে, বিশ্বমানের ৪জি ও ৫জি নেটওয়ার্কের দৌলতে ২.৪৫ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে জিও। আর গোটা দেশে এখন জিও-র ১.৩ কোটি গ্রাহক রয়েছে ওয়্যারলাইন সেগমেন্টে। ওয়্যারলেস সেগমেন্টে সংখ্যাটা এখন প্রায় ৪৭.৬৫ কোটি।
বর্তমানে জিওর ৮০০টিরও বেশি ডিজিটাল টিভি চ্যানেল, ১৫টির বেশি ওভার-দ্য-টপ (ওটিটি) অ্যাপ রয়েছে। এখানেই শেষ নয়, সংস্থাটির স্মার্ট হোম পরিষেবা এবং উচ্চ-গতির ব্রডব্যান্ডও রয়েছে। জিওর এত বেশি সংখ্যক গ্রাহক থাকার কারণ তাদের কম দামের ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার ক্ষমতা।
খুব বেশি টাকা রিচার্জ না করেই উচ্চ-গতির ইন্টারনেট পাওয়া যায়। ফলে জিও এয়ার ফাইবার ও জিও ফাইবার দিয়ে টিভির সঙ্গে খুব সহজেই কানেক্ট করে নিজের পছন্দ মতো জিনিস দেখা যায়। সব মিলিয়ে জিও তার গ্রাহকদের অনেক রকম পরিষেবা দেয়, যার জন্য এই উচ্চতায় পৌঁছে গিয়েছে টেলিকম সংস্থাটি।