শেষ আপডেট: 13th September 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভারতে লঞ্চ হল রিয়েলমি পি ২ প্রো 5G। এর সঙ্গেই লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ লাইটও। স্ন্যাপড্র্যাগন 7s জেন ২ SoC রয়েছে ফোনটিতে। সঙ্গে দুর্দান্ত ব্যাটারি। ৮০ ওয়াটের সুপার VOOC চার্জারে মুহূর্তেই ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে ৫,২০০ এমএএইচ ব্যাটারি। সিনেমাপ্রেমী হলে এই ফোন ভালো লাগবেই। কারণ এর ৬.৭ ইঞ্চি ফুল এইচ ডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সিনেমা দেখার জন্য বা খেলার জন্য আদর্শ।
রিয়েলমির ক্যামেরা চর্চায় থাকেই। ক্যামেরা প্রেমী এই ব্র্যান্ড পছন্দ করে। এই ফোনও নিরাশ করেনি। রয়েছে ৩২ মেগা পিক্সেলের সেলফি শুটার ও ৫০ মেগা পিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা। ধুলো ময়লার ড্যামেজ থেকে বাঁচাতে ফোনে দেওয়া হয়েছে আইপি ৬৫ রেটিং।
রিয়েলমি পি ২ প্রো 5G-র দাম
মেমোরি ও ব়্যামের ভিত্তিতে ৩টে ভ্যারিয়েন্টে বাজারে এসেছে এই ফোন। দাম আলাদা আলাদা। শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। ৮জিবি, ১২৮ জিবি-র দাম ২১,৯৯৯ টাকা। ১২ জিবি, ২৫৬ জিবির ফোনটির দাম ২৪,৯৯৯ টাকা। আর ১২জিবি-৫১২জিবির দাম ২৭,৯৯৯ টাকা।
কী কী রঙে পাওয়া যাবে ফোনটি?
ইগল গ্রে ও প্যারট গ্রিনে পাওয়া যাবে রিয়েলমি পি ২ প্রো 5G।
ফিচার্স