Oura Ring 4
শেষ আপডেট: 30th August 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: নিঁখুত ভাবে হিসাব-নিকাশ করে হৃদস্পন্দন থেকে অক্সিজেনের মাত্রা মেপে দিচ্ছে স্মার্ট আংটি। নাম স্যামসাং গ্যালাক্সি রিং। এই আংটি আঙুলে পরলে শরীরের অভ্যন্তরীন সমস্ত খবরাখবর মিলবে নিমেষে।
এতে রয়েছে শরীরের বিভিন্ন মাত্রা নির্ধারক ক্ষমতা। প্রযুক্তির সাহায্যে এই আংটি শরীরে অক্সিজেনের পরিমাণ থেকে ঘুমের হিসাব সব বলে দিতে পারে। এর আগে অরা রিং ৩ বাজারে এসেছিল। তবে এই নতুন গ্যালাক্সি রিং-এর বৈশিষ্ট্য কম নয়। তবে শোনা যাচ্ছে এই আংটিকে টেক্কা দিতে অরা রিং ৪ আসছে।